ব্রতদীপ ভট্টাচার্য: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিজেপি (BJP) কর্মীদের তাতাতে জেলা সফরে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ পুরুলিয়ায় (Purulia) সভা। সাংগঠনিক বৈঠকও করবেন মিঠুন। সকালে বার্নপুর থেকে রওনা হয়ে পুরুলিয়া শহরে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপি নেতা (BJP)। রাতে যাবেন বাঁকুড়ায় (Bankura)। কাল সেখানে কর্মসূচি রয়েছে মিঠুনের। গোটা সফরেই তাঁর সঙ্গে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 


রাজ্যে এসেছেন মিঠুন: গতকালই এ রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। ৫ দিনে, ৫ জেলায় সাংগঠনিক সভা করবেন তিনি। কাল পুরুলিয়ায় সভা। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিঠুনকে নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।


ট্রাম্পকার্ড মহাগুরু: পঞ্চায়েত ভোটে বিজেপির ট্রাম্পকার্ড মহাগুরু! লক্ষ্য ব্লকস্তরে সংগঠনকে মজবুত করা। সেই লক্ষ্যেই দু’মাসের মধ্যে ফের রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী। ৫ দিনে ৫ জেলায় ঘুরবেন তিনি। করবেন সাংগঠনিক সভা। মিঠুন চক্রবর্তীর সঙ্গী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক পুজোর মুখে কলকাতায় এসেছিলেন ‘বাঙালি বাবু’। করেছিলেন একাধিক পুজোর উদ্বোধন। জনসংযোগ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গেও। তার ঠিক, দু’মাসের মধ্যে ফের রাজ্যে এলেন মিঠুন।


কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন মিঠুন চক্রবর্তী। বুধবার থেকে শুরুর হবে মহাগুরুর সফর। ওইদিন সাংগঠনিক সভা করবেন পুরুলিয়ায়। বৃহস্পতিবার বাঁকুড়া। শুক্রবার বিষ্ণুপুর। শনিবার আসানসোলে সভা করবেন তিনি। রবিবার মিঠুন চক্রবর্তী সভা করবেন অনুব্রত-গড় বীরভূমে।


সারদার টাকা ফেরালেন মিঠুন: উল্লেখ্য, সারদার থেকে নেওয়া টাকা ফেরত দিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর আইনজীবীর দাবি, আজ ইডি অফিসে গিয়ে তিনি ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দেন। জন্মদিনে কি সারদা-কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা মিঠুন চক্রবর্তীর? অভিনেতা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুনের আইনজীবীর দাবি, মঙ্গলবার সকালে ইডির অফিসে গিয়ে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দেন তিনি। 


সারদার থেকে কত টাকা নিয়েছিলেন মিঠুন? তাঁর আইনজীবীর দাবি, সারদার একটি চ্যানেলে অনুষ্ঠানের জন্য মিঠুনের সঙ্গে ২ কোটি টাকার চুক্তি হয়েছিল। কিন্তু, সারদার তরফে তাঁকে ১ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়। এই আয়ের উপর কর দেন মিঠুন। সেই অংশটা বাদ দিয়ে বাকি টাকা তিনি ফেরত দিলেন বলে দাবি মিঠুনের আইনজীবীর। 


সারদাকাণ্ডে এর আগে দু’বার মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তখনই মিঠুন টাকা ফেরত দিতে চান। সেই মতো তিনি ইডির কাছে লিখিত ভাবে আবেদনও জানান বলে দাবি তাঁর আইনজীবীর। সেই আর্জি মেনে নেয় ইডি। তারপর এ দিন সারদার থেকে নেওয়া টাকা ফেরত মিঠুনের।