সন্দীপ সরকার, কলকাতা: ফোন (Phone) যখন চার্জে (Charge) বসানো রয়েছে, সেই সময় ফোনে কথা বলতে বারণ করেন টেক (Tech) বিশেষজ্ঞরা। কারণ একটাই, ব্যাটারি বিস্ফোরণ (Battery Blast) হয়ে একাধিক বিপর্যয়ের ঘটনা ঘটছে অহরহ। কিন্তু সেই নিষেধ অমান্য করেই চার্জ দেওয়া অবস্থায় ফোনে কথা বলতে গিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণে মুখ এবং নাকের একাংশ উড়ে গেল  ১৬ বছরের কিশোরের।                                 


হাসপাতালের তরফে জানান হয়েছে, ওই কিশোরের নাম বিশ্বজিৎ মাহাতো। যার বয়স ১৬ বছর। বাড়ি পুরুলিয়ার সাঁওতালডিহির অনন্তপুর গ্রামে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। সন্ধ্যাবেলা নাকমুখ ছিন্ন ভিন্ন অবস্থায় পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজে আনা হয় এই কিশোরকে।                             


ইএনটি বিভাগের তরফে জানান হয়েছে, বিস্ফোরণে নাকের হাড় ম্যাক্সিলা চুরমার হয়ে গিয়েছিল। দুটো ঠোঁট উড়ে যায়। নিচের সব কটা দাঁত উড়ে যায়। ইএনটি বিভাগের চিকিৎসকেরা দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন। 


আরও পড়ুন, জীবন বাঁচলেও বিস্ফোরণে দু'চোখের দৃষ্টিই হারাল বীরভূমের শিশু


বিভাগীয় প্রধান অতীশ হালদারের নেতৃত্বে পাঁচজনের টিম গঠন করা হয়। আড়াই ঘণ্টার অস্ত্রোপচার চলে। আপাতত বিপদ মুক্ত এই কিশোর, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসক বলেন,  অবস্থার আরেকটু উন্নতি হলে মুখ এবং ঠোঁটের পুনর্গঠন করা হবে বলে জানান হয়েছে।                                                                              


অন্যদিকে, দু'টি চোখই হারাল বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে আহত ৭ বছরের শিশু। রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে খবর, শরীরে একাধিক আঘাত থাকায়, করতে হবে প্লাস্টিক সার্জারি। এর আগে SSKM-এ মৃত্যু হয়েছে জখম ভাইয়ের। তবে এখনও বোমা বিস্ফোরণের অভিযোগ মানতে নারাজ পরিবার, তাদের দাবি- চকোলেট বোমা ফেটেই আহত হয় দু'ভাই।