সন্দীপ সরকার, বীরভূম: দু'টি চোখই (eyesight) হারাল (lose) বীরভূমের (birbhum) মাড়গ্রামে বোমা ফেটে আহত ৭ বছরের শিশু (kids)। রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি (RIO) সূত্রে খবর, শরীরে একাধিক আঘাত থাকায়, করতে হবে প্লাস্টিক সার্জারি। এর আগে SSKM-এ মৃত্যু (death) হয়েছে জখম ভাইয়ের। তবে এখনও বোমা বিস্ফোরণের অভিযোগ মানতে নারাজ পরিবার, তাদের দাবি- চকোলেট বোমা ফেটেই আহত হয় দু'ভাই।


কী অবস্থা?
গত ২৩ ডিসেম্বর বোমার আঘাতে জখম হয় ২ শিশু। ২৮ ডিসেম্বর মারা যায় দুজনের এক জন। এবার চোখ হারাল দাদা। বীরভূমের মাড়গ্রামে বোমায় জখম নলহাটির বাসিন্দা শিশুর সামনে এখন শুধুই অন্ধকার! জখম শিশুর চিকিৎসা চলছে রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি-তে। হাসপাতাল সূত্রে খবর, বিস্ফোরণে শিশুর ডান চোখ আগেই নষ্ট হয়ে গিয়েছিল। পাল্টে গিয়েছিল সেই চোখের আকৃতি। বিস্ফোরণের অভিঘাতে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাঁ চোখেও দেখতে পাওয়ার আশা নেই। রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজির অধিকর্তা, অসীমকুমার ঘোষ, বললেন, 'শরীরে একাধিক আঘাত থাকায়, প্লাস্টিক সার্জারি করতে হবে। তার জন্য সময় লাগবে'


কী ঘটেছিল?
বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামাবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। একজনের বয়স ৬ বছর, আর একজন ৭। গত ২৩ ডিসেম্বর, শুক্রবার সকালে বাড়ির দোতলায় বসে খেলার সময় বল ভেবে হাত দিয়েছিল বোমায়। আচমকা বিস্ফোরণে ঝলসে যায় দু'টি ছোট্ট শরীর। প্রথমে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিজনরা। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। সেখানেই গত ২৮ তারিখ মৃত্যু হয় ৬ বছরের ভাইয়ের। রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি-তে স্থানান্তরিত করা হয় ৭ বছরের দাদাকে। কিন্তু পুরোপুরি রক্ষা হল না! জীবন বাঁচানো গেলেও ফেরানো গেল না চোখের আলো! বোমা বিস্ফরণের জেরেই এই ঘটনা বলে দাবি করেছে পুলিশ। কিন্তু এখনও সেই চকোলেট বোম তত্ত্বেই অনড় শিশুদের পরিবার। এর আগে মানিকচক, মিনাখাঁ, কুলপি, সাঁইথিয়া, কাঁকিনাড়াতে একের পর এক বিস্ফোরণের ঘটনায় রক্ত ঝরেছে নাবালকদের। চলতি বছরেই পঞ্চায়েত ভোট। চড়ছে উত্তেজনার পারদ। এরই মধ্যে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের। এক জখম শিশুর মৃত্যুর পর, আর এক শিশু চোখ হারাল বীরভূমের মাড়গ্রামের ঘটনায়। আর কত দিন চলবে এরকম? কবে বদলাবে ছবিটা? প্রশ্ন উঠছেই, উত্তর অধরা।


আরও পড়ুন:আন্তর্জাতিক অভিষেকে অনবদ্য মাভি, দুই রানে জয় পেল ভারত