প্রকাশ সিনহা, কলকাতা: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে ইডির স্ক্যানারে ২৫টি মোবাইল ফোন (Mobiles Phones On ED Scanner), খবর সূত্রে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরও জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), বাকিবুর রহমান-সহ (Bakibur Rahaman) ঘনিষ্ঠদের মোবাইল ফোনও তদন্তকারীদের রেডারে রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনেই ফোনগুলি খোলা হবে। খতিয়ে দেখা হবে চ্যাট ও কললিস্ট, খবর সূত্রে। ইডির ধারণা, রেশন-দুর্নীতির তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে ২৫টি মোবাইল ফোন। এখনও পর্যন্ত ১০টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি, শোনা গিয়েছে এমন কথাও। প্রতিটি কোম্পানিই রেশন-কেলেঙ্কারির কালো টাকা সাদা করার জন্য খোলা হয়েছিল, দাবি সূত্রে।
কী জানা গেল?
ইতিমধ্যে কোর্টে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের উল্লেখ করেন ইডি আধিকারিকরা। তাঁদের দাবি, সেখানে কোথায় কত টাকা পেমেন্ট করা হয়েছিল, তার হিসেব রয়েছে। মামলার তদন্তে ২৫টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ধারণা, তাতে রেশন দুর্নীতি মামলা সংক্রান্ত একাধিক তথ্য থাকতে পারে। গত কাল, অমিত দে এবং অভিজিৎ দাসের সামনেই তাঁদের মোবাইল ফোন খোলা হয়েছিল সূত্রের খবর। আরও একাধিক মোবাইল রয়েছে। ইডি আধিকারিকরা জানতে চান, কী কী তথ্য রয়েছে ফোনগুলিতে। তা ছাড়া, সেখান থেকে কোন কোন তথ্য মুছে দেওয়া হয়েছে, সেটিও জানতে চান তাঁরা। এর আগেও মানিক ভট্টাচার্য় বা সুজয়কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রে মোবাইল থেকে তথ্য মুছে ফেলার কথা জানান কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। রেশন-দুর্নীতির তদন্তে নেমেও সেই সম্ভাবনা খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা। সে জন্য ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হওয়ার কথা রয়েছে ফোনগুলির।
কেমন আছেন জ্যোতিপ্রিয়?
টানা ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ-তল্লাশি অভিযানের পর ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার অ্যাপোলো হাসপাতাল সূত্রের, রেশন-দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা 'স্থিতিশীল রয়েছে। নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। হৃদযন্ত্রের অবস্থাও সন্তোষজনক। তবে দুপুর পর্যন্ত চলবে হল্টার মনিটরিং, খবর হাসপাতাল সূত্রে। মন্ত্রী ডাক্তারদের জানিয়েছিলেন, বাঁ হাতে জোর পাচ্ছেন না। সে কথা মাথায় রেখে তাঁর জোড়া এমআরআই করা হবে বলে আপাতত শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত যতটুকু উঠে এসেছে তাতে জ্যোতিপ্রিয় মল্লিকের শরীরের বাকি সব প্যারামিটার স্বাভাবিক। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে পৌঁছে গিয়েছে ইডি-র তদন্তকারী দল।
আরও পড়ুন:রাত হতেই হালকা ঠান্ডার আমেজ, এর পর কেমন থাকবে কলকাতা?