সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাংলাদেশ ( Bangladesh ) ও মায়ানমার ( Mayanmar ) উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় মোকার ( Mocha )। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে অনুমান আবহবিদদের।


কতটা প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলে


বৃহস্পতিবারে গতিপথ পরিবর্তনের পরই জানা যাবে কতটা প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলে! এখনও পর্যন্ত আবহবিদদের অনুমান সঠিকভাবে ঘূর্ণিঝড় মোকার উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম। শেষ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে এই সিস্টেম প্রবেশ না করলে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝড়ো বাতাস ছাড়া আর কোন প্রভাব সেভাবে পড়বে না। ঘূর্ণিঝড় মোকা কতটা এলাকা নিয়ে বিস্তৃত হয় বা কতটা সময় নিয়ে শক্তিশালী হয় তার ওপরই এখন নির্ভর করছে আমাদের রাজ্যের উপকূলে কতটা প্রভাব পড়বে।


কবে স্থলে আছড়ে পড়বে মোকা 


দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এই অঞ্চলেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বুধবার। বুধবার এবং বৃহস্পতিবার দিক পরিবর্তন করতে পারে সিস্টেমটি। প্রথমে অতি গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে অবস্থান করতে পারে। বৃহস্পতিবার এটি গতিপথ পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ভারতের মৌসম ভবন জানিয়ে দিয়েছে, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ  বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত। ১৪ই মে রবিবার ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে আছে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে।


ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই সিস্টেমের নাম হবে মোকা। আরব সাগরের দেশ ইয়েমেনের দেওয়া নাম মোকা। আরব সাগরের এই দেশে বোকা কফি বিখ্যাত এবং এই শহরের একটি পুরনো বন্দর মোখা। যে বন্দর দিয়ে মোকা কফি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই কফির নাম অনুযায়ী ঘূর্ণিঝড়ের নাম মোকা।


মোকার প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ।ইতিমধ্যেই ভারী বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আন্দামান দ্বীপপুঞ্জে। বৃহস্পতিবার পর্যন্ত তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায়।



বৃষ্টির সঙ্গে তুমুল হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মঙ্গলবার সেই ঝড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধ বৃহস্পতিবারে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত এই ঝড়ো হাওয়া বইতে পারে বলে অনুমান আবহবিদদের।


১২ই মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ওই সময় সমুদ্রের মধ্যে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। যার ফলে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের জন্য দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দফতর। 


আরও পড়ুন :


কালিম্পংয়ের এই বাড়ি থেকেই জন্মদিনে বেতারে কবিতা পাঠ, রবিস্মৃতি আঁকড়ে নিঃসঙ্গ গৌরিপুর হাউস