কলকাতা : ‘আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্তপথেডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতেমরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কী জানিপুরাতন বৎসরের গ্রন্থিবাঁধা জীর্ণ মালাখানিসেথা গেছে ছিন্ন হয়ে; নবসূত্রে পড়ে আজি গাঁথানব জন্মদিন।’ রুদ্ধ দ্বারের বাইরে দাঁড়ানো অপেক্ষারত বহু মুখ। হাতে রেডিও। সুদূর কলকাতা থেকেও শুনলেন ভক্তরা। কবির ৮০ তম জন্মদিন। টেলিফোন সংযোগে বেতার মাধ্যমে নিজের জন্মদিনে কবি নিজেই শোনালেন তাঁর 'জন্মদিন' কবিতাটি। টেলিফোনে ! ‘জন্মদিন’ কবিতাটির লেখার সময় ও জায়গা হিসেবে রবীন্দ্র রচনাবলীতে ১৩৪৫ সালের ২৫শে বৈশাখ,গৌরীপুর ভবন বলেই উল্লিখিত রয়েছে। ১৩৪৫ সন, ২৫ বৈশাখ। জানা যায়, এর মাধ্যমেই কালিম্পংয়ে টেলিফোন সংযোগ কেন্দ্রের উদ্বোধন হয়েছিল। বসবার একটি চেয়ার সেই ঘরে আজও সংরক্ষিত। ঝুলবারান্দার উল্টোদিকে কালো হয়ে ওঠা ফায়ারপ্লেস। বহুকাল না রং হওয়া দেওয়াল। অব্যবহারে জন পড়ে যাওয়া দরজার হ্যাজবোল। রঙিন কাচ ভেদ করে রঙিন হয়ে ঢুকে পড়ে পাহাড়ি সূর্যের আলো। ঝুল বারান্দার সামনে উন্নত শির দুই কর্পূর গাছ, কবির হাতে বসানো। সবই আছে, নেই শুধু যত্নের ছাপ। এই বাংলায় অনাদরে পড়ে রবিস্মৃতি।
Rabindranath Tagore Birth Day : কালিম্পংয়ের এই বাড়ি থেকেই জন্মদিনে বেতারে কবিতা পাঠ, রবিস্মৃতি আঁকড়ে নিঃসঙ্গ গৌরিপুর হাউস
নিবেদিতা বন্দ্যোপাধ্যায় | Nibedita Bhattacharya | 06 May 2023 03:04 PM (IST)
Rabindranath Tagore In Kalimpong : কবির ৮০ তম জন্মদিন। টেলিফোন সংযোগে বেতার মাধ্যমে নিজের জন্মদিনে কবি নিজেই শোনালেন তাঁর 'জন্মদিন' কবিতাটি।
Rabindranath Tagore Birth Day : কালিম্পংয়ের এই বাড়ি থেকেই জন্মদিনে বেতারে কবিতা পাঠ, রবিস্মৃতি আঁকড়ে নিঃসঙ্গ গৌরিপুর হাউস
Published at: 06 May 2023 03:04 PM (IST)