অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী , কলকাতা : রাজ্যের ৩৫টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক পুরস্কার দিল মোদি সরকার। ১০টি বড় পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে এবং ২৫টি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করেন, কাল নরেন্দ্র মোদিকে তা করতে হয়। দাবি করছে তৃণমূল। যদিও তা মানতে নারাজ বিজেপি। 


দুয়ারে লোকসভা নির্বাচন। বঙ্গ বিজেপিকে ৩৫ আসনে জেতার টার্গেট বেধে দিয়েছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে বাঙালির মন পেতে কি 'দুর্গাপুজো'কে হাতিয়ার করতে চাইছে মোদি সরকার? এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে, কারণ এবার রাজ্যের ৩৫টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক সাহায্য করল কেন্দ্রীয় সরকার। কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার, বেহালা ক্লাব ও নন্দীগ্রামের একটি পুজো-সহ ১০টি বড় পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে এবং ২৫টি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে সাহায্য করা হল।

সব মিলিয়ে টাকার অঙ্ক ২২ লক্ষ ৫০ হাজার। রবিবার আলিপুরে 'বাংলা আবার' নামে একটি সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে, পুজো কমিটির প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন 'পদ্মশ্রী' নির্বাচিত প্রখ্যাত প্রতিমাশিল্পী সনাতন রুদ্র পাল।

বিগত কয়েক বছর ধরে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গতবছর ক্লাব প্রতি ৬০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়েছে। অনেকটা একই পথে হেঁটেছে বঙ্গ বিজেপিও। গত বছর জেলা ভিত্তিক পুজো কমিটিকে ৩০ থেকে ৮০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।আর এবার সরাসরি মোদি সরকারের তরফে বাংলার ৩৫টি পুজো কমিটিকে দেওয়া হল ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা।


এ প্রসঙ্গে পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, 'আজ মমতা যা করেন, মোদি তা কাল করেন। আজ সনাতন রুদ্র পালকে দিয়ে পুরস্কার তুলে দিয়ে কোনও লাভ নেই। আমাদের সরকার যখন অনুদান চালু করেছিল, তখন কেন এসব বলেছিল...'

বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীর বক্তব্য, 'এটা খয়রাতি হয়ে যাবে কেন, এটা একটা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কেন্দ্রীয় সরকারের উদ্যোগ।' BJP র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা তো সংস্কৃতি মন্ত্রকের কাজ। সংস্কৃতির পরিমার্জন পরিবর্তন করা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, যা বাংলা আজ ভাবে, তা ইন্ডিয়া কাল ভাবে...। এই প্রেক্ষাপটে বাংলার ৩৫টি দুর্গাপুজো কমিটিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান ভোটে কি বিজেপিকে ডিভিডেন্ড দেবে? উত্তর দেবে সময়!