কলকাতা: পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা। তাঁদের অভিযোগ, অন্য় বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। তাঁরা চলে যাচ্ছেন অন্য় পুজো মণ্ডপে। এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপের আলো নিভিয়ে দেন উদ্য়োক্তারা। দর্শনার্থীদের জন্য় পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়। যা নিয়ে বিতর্কের ঝড় পঞ্চমীর রাতে।
মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন সজল. ঘোষ। বিজেপি নেতা সন্তোষ মিত্র স্কোয়্যার পুজোর অন্যতম প্রধান মুখ। মহম্মদ আলি পার্কের পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত শুনে সজল বলেছেন, 'সন্তোষ মিত্র স্কোয়্যার মহম্মদ আলি পার্কের পাশে আছে। বহুদিনের পুজো। খুব পুরনো পুজো। খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন ওঁরা। পুলিশ যেভাবে কয়েকটি পুজোর ক্ষেত্রে আচরণ করছে, তা মেনে নেওয়া যায় না। মানুষের জন্য পুজো করছি। মানুষই যদি আসতে না পারেন, তাহলে পুজো চালিয়ে কী লাভ!'
পুলিশ অবশ্য মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তাদের অভিযোগ উড়িয়ে দিয়েছে। 'দর্শনার্থীদের জন্য কোনও রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। আমরা তো কলেজ স্কোয়ার-এমজি রোড পর্যন্ত আসতে দিচ্ছি। এরপরে কেউ সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহম্মদ আলি পার্ক যেতেই পারে। পুলিশ জোর করে কাউকে কোথাও যেতে বলতে পারে না', মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে বিতর্কে দাবি করেছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা।
পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন উত্তর কলকাতার অন্যতম নামী পুজো মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা । তাঁদের অভিযোগ, অন্য় বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ । ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। তারা চলে যাচ্ছেন অন্য় পুজো মণ্ডপে। বিশেষ করে সন্তোষ মিত্র স্কোয়্যার কিংবা কলেজ স্কোয়্যারের দিকে । এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্য়োক্তারা । দর্শনার্থীদের জন্য় পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয় । এ নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায় জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।