কলকাতা:'সকলে জানেন পিসি-ভাইপো মিলে দুর্নীতির (corruption) যে কারখানা বানিয়েছেন, অনুব্রত মণ্ডল (anubrata mondal) তার নাট-বল্টু। মমতা বন্দ্যোপাধ্য়ায় (mamata banerjee) কি চাইবেন তাঁর নাট বল্টু ঢিলে হয়ে যাক?' একেবারে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীকে আক্রমণ করলেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (mohammed selim)। রবিবার দলের বীরভূম জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা সিপিএম রাজ্য সম্পাদকের।
কী বললেন সেলিম?
গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের দাপুটে তৃণমূল নেতার পাশে মমতা এদিন যে ভাবে দাঁড়ালেন, তার পর মহম্মদ সেলিমের প্রশ্ন,'অনুব্রত মণ্ডল যদি টাকা চুরি করে কালিঘাটে না পাঠান, তা হলে ভাইপো আর ভাইপো-বউয়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশের এত ঠাঁটবাঁট হয় কী ভাবে? রাজপ্রাসাদই বা কী ভাবে হয়?' সঙ্গে সংযোজন, 'এক দিকে ভাইপো বলছে, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। কিন্তু সবাই জানে দুর্নীতির যে কারখানা পিসি-ভাইপো মিলে বানিয়েছেন, অনুব্রত তার নাট-বল্টু। মমতা কি চাইবেন তাঁর নাট বল্টু ঢিলে হয়ে যাক? তৃণমূল একটা দুর্নীতির চক্র। অনুব্রত মণ্ডল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের চলবে না। উনি বলেছিলেন, আমাকে দেখে এঁদের ভোট দাও। মমতা হচ্ছেন এই ডাকাতদের রানি।'
কী বললেন তৃণমূলনেত্রী?
তৃণমূলনেত্রীর দীর্ঘ দিনের বিশ্বস্ত সহযোগী অনুব্রতকে গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছে সিবিআই। বিষয়টি নিয়ে জোড়াফুল শিবিরের তীব্র সমালোচনা করছে বিরোধীরা। এত দিন চুপ থাকলেও রবিবার কেষ্টর গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মমতা। বলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝ রাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' সঙ্গে সংযোজন, 'একটা কেষ্টকে ধরলে রাস্তায় লক্ষ লক্ষ কেষ্ট তৈরি হবে।' মোদি সরকারকে নিশানা করে মমতা আরও বলেন, '২০২৪-এ নরেন্দ্র মোদির সরকার টিকবে না। মহারাষ্ট্র ভেঙেছে, এবার বাংলাকে ভাঙার চেষ্টা করছে। তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে,ব্যর্থ হবে। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার, ওসব চলবে না এখানে। বিধায়কদের টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল,আমরা ধরে দিয়েছি। মহারাষ্ট্র,ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচা,তার কেন তদন্ত হবে না ? তুমি কি সাধু পুরুষ? মরে যাব,কিন্তু মাথা নত করব না। আমি জানি ওদের প্ল্যান কী আছে। বলছে ববিকে গ্রেফতার কর,কেষ্টকে অ্যারেস্ট কর। কত জনকে গ্রেফতার করবে? আমি জেলভরো আন্দোলনের ডাক দেব।'
বিরোধী শিবিরের অবশ্য দাবি, ভয় পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার জেরেই এই প্রতিক্রিয়া।