মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জিরো' ছবিতে। ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মার সঙ্গে শেষবার স্ক্রিন শেয়ার করেন কিং খান। মাঝে দীর্ঘ বিরতি নেন। বিরতি কাটিয়ে এবার পর্দায় ফিরছেন শাহরুখ। বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। জানা গিয়েছে, আগামী বছর মুক্তি পাবে কিং খানের 'পাঠান'। কিন্তু এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'পাঠান ফার্স্ট ডে ফার্স্ট শো'। কিন্তু কেন?
কেন এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'পাঠান ফার্স্ট ডে ফার্স্ট শো'?
সদ্যই মুক্তি পেয়েছে আমির খানের 'লাল সিং চাড্ডা'। ছবিটি মুক্তির আগে থেকেই নানা বিতর্ক দেখা দিয়েছিল। মুক্তি পাওয়ার পরও বিতর্ক দেখা দিয়েছে। বিতর্কের ফলে সোশ্যাল মিডিয়ায় 'লাল সিং চাড্ডা'কে ঘিরে বয়কটেরও ডাকা দেয় নেটিজেনদের একাংশ। তার মাঝেই মুক্তি পেয়েছে আমির খানের ছবি। প্রচারও চলেছে ব্যাপকভাবে। কিন্তু কোনও প্রচারই সেভাবে প্রভাব ফেলতে পারল না বক্স অফিস কালেকশনে। তিনদিনে মোট ২৭.৯৬ কোটি টাকার ব্যবসা করেছে 'লাল সিং চাড্ডা'। আর আমির খানের ছবির এই পরিণতি দেখার পর এখন থেকেই কিং খানের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় 'পাঠান' ছবিকে ট্রেন্ডিং করছেন। তাঁদের আশা, এই ছবি বক্স অফিসে ঝড় তুলবে।
আরও পড়ুন - Laal Singh Chaddha: সামান্য বাড়ল ব্যবসা, আমির খানের ছবি কি প্রোডাকশন খরচটুকুও তুলতে পারবে?
দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করে 'পাঠান' ছবি দিয়ে পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। অ্যাকশনধর্মী এই ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে জন আব্রাহামকে। ছবিটি পরিচালনা করছেন 'ওয়ার' খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এদিন নেট মাধ্যমে কিং খানের অনুরাগীরা বেশ কিছু পোস্ট করেছেন। সেই পোস্টে অভিনেতার 'পাঠান' ছবির পোস্টার শেয়ার করে তার সঙ্গে হ্যাশট্যাগে 'পাঠান ফার্স্ট ডে ফার্স্ট শো' দিয়ে ট্রেন্ডিং করা হচ্ছে। জানা যাচ্ছে, আগামী ২৫ জানুয়ারি ২০২৩ সালে মুক্তি পাবে 'পাঠান'।
শুধু 'পাঠান'ই নয়। শাহরুখ খানের আগামী ছবির তালিকা বেশ দীর্ঘ। তাঁকে শীঘ্রই দেখা যাবে রাজকুমার রাওয়ের ছবি 'ডাঙ্কি'তে। এছাড়াও অ্যাটলির পরিচালনায় 'জওয়ান' ছবিতে দেখা যাবে। মুখ্য চরিত্রে অভিনয় ছাড়াও শাহরুখ খানকে দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে। সলমন খানের 'টাইগার থ্রি', রণবীর কপূর, আলিয়া ভট্টের 'ব্রহ্মাস্ত্র'তে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে অভিনেতাকে।