কলকাতা: দুর্নীতি মামলায় নাম উঠে আসছে দলের একের পর এক নেতার নাম। ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের নতুন প্রজন্মের নেত্রী নুসরত জাহানেরও। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই আবহেই এবার কয়লাকাণ্ডে(Coal Case) অস্বস্তি বাড়ল রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak)। কয়লা কেলেঙ্কারিতে আইনমন্ত্রী মলয়কে এবার কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।
মলয়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যাবে বলে মঙ্গলবার জানিয়েছে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, মলয়কে জিজ্ঞাসাবাদ করার ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। জিজ্ঞাসাবাদের সময় চিকিৎসার বন্দোবস্ত রাখতে হবে।
কলকাতায় জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে, তাঁদের আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইডি-র আইনজীবী। তখন বিচারপতি জানান,
তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে।
এর আগে, দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল, ১৫ দিনের নোটিস দিয়ে দিল্লিতে ডেকে কয়লাকাণ্ডে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED. এর পরই, কলকাতায় তাঁর বয়ান রেকর্ড করার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মলয়।
প্রসঙ্গত, কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতাতেই ED জিজ্ঞাসাবাদ করবে বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই বিষয়টিও আদালতে উল্লেখ করেন মলয়ের আইনজীবী। তবে ED-র আইনীজীবী যেখাবে কলকাতায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য, "দুর্নীতির তদন্ত করবে। তাতেও কেন্দ্রীয় সংস্থাকে নিরাপত্তা দিতে হবে! কী অবস্থা!"
আরও পড়ুন: Mamata Banerjee: 'যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব', মমতার চরম হুঁশিয়ারি
এর আগে, ২০ ও ২৬ জুন, মলয়কে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু, পঞ্চায়েত ভোট এবং রথের ব্যস্ততার কারণ দেখিয়ে, হাজির হননি তিনি। সূত্রের দাবি, ED-কে চিঠি পাঠিয়ে মলয় জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। ভোট মিটলে হাজিরা দেবেন।
সূত্রের খবর, রাজ্যে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর কয়লাকাণ্ডের তদন্তে জুলাই মাসের ২৪ অথবা ২৫ তারিখ, দিল্লিতে মলয়কে তলব করেছিল ED। কিন্তু তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হয়েছে যে, সেবারও চিঠি দিয়ে মলয় জানান, বেশ কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দিল্লিতে হাজিরা দিতে পারছেন না।
কয়লাপাচার মামলায় রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয়কে মোট ১১ বার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এখনও পর্যন্ত একবারই ইডির সামনে হাজিরা দিয়েছেন তিনি। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোন বন্ধ ছিল মলয়ের।
এদিকে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে ED-র তলব হোক কিংবা মলয় ঘটককে ED-র জিজ্ঞাসাবাদ নিয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশ, বঙ্গ রাজনীতি যখন ফের উত্তাল, তার মধ্যেই বিশ্ববিদ্য়ালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়ে অভূতপূর্ব দ্বন্দ্বে জড়িয়েছে রাজভবন এবং নবান্ন। সমস্য়ার সুরাহা তো দূরের কথা, দিনে দিনে দুপক্ষের অনড় অবস্থানে, জটিলতা আরও বেড়েই চলেছে।