কলকাতা: শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষে মঙ্গলবার ধনধান্য স্টেডিয়াম থেকে শিক্ষকদের শিক্ষারত্ন সম্মান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মঞ্চ থেকেই রাজ্যপালকে (Governor) 'চ্যালেঞ্জ' ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন'।    


শিক্ষক দিবসের দিনও বাদ দেল না রাজনীতি। উপাচার্য বদল নিয়ে শিক্ষক দিবসে কড়া বার্তা দেন মমতা। এবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল অর্থনৈতিক বাধার হুঁশিয়ারি।  এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'হঠাৎ মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদল হয়ে গেল। একজন প্রাক্তন বিচারপতিকে করে দেওয়া হল রবীন্দ্রভারতীর উপাচার্য। পুরো ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে। কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন। আমরা চ্যালেঞ্জ করছি', হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


তিনি এও বলেন, 'ভয় কেউ পাবেন না। উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন কিন্তু মাইনে তো দিতে পারবেন না। প্রাক্তন উপাচার্যদের বলছি আপনারাই থাকবেন, কার কী করার আছে আমরা দেখছি। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে সবাই আমাদের পাশে থাকবেন'। 


মমতা বলেন, " উনি অ্যাপয়েন্টমেন্ট দেবে, টাকা তো দিতে পারবে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে থাকুন। কেউ কেউ আবার ভাবছে ভাই যদি আমার মাইনে না দেয়, তাড়াতাড়ি চলে যাই। যাবেন না আমরা সব খবর রাখি, আমি এবার ব্রাত্যকে বলব, সব কলেজের অধ্যক্ষদের নিয়ে, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে, একটা মিটিং করার জন্য। উপাচার্য তো এখন সব বদলে দিয়েছে। বেআইনি অথোরাইজড পার্সনস। প্রাক্তন উপাচার্যরা থাকবেন? হ্যাঁ। প্রাক্তন উপাচার্যরা  থাকবেন। আপনারা আগামী দিনেও থাকবেন। কার কী করার আছে আমি দেখছি। "


আরও পড়ুন, 'দরকারে রাজভবনের সামনে ধর্না দেব..', উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালকে নিশানা মমতার


উপাচার্য ইস্যুতে এদিন পর পর ধারালো মন্তব্যে রাজ্যপালকে আক্রমণ শানান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর। আজকে আপনারা আঘাত করছেন, এই আঘাতের প্রত্যাঘাত সহ্য করতে পারবেন কী? কোথা থেকে সব মাতব্বর চলে এসেছে। আর মাতব্বরির একটা লিমিট আছে। রাজভবনে বসে আছেন, ওই রাজভবনের টাকাও আমরা দেই। একজন লোককেও চা খাওয়ান ডেকে, সেই পয়সাটাও আমাদের। কেরল থেকে রোজ লোক নিয়ে আসেন প্লেন ভাড়া করে, সেই পয়সাও আমাদের।'