মোমিনপুর: মোমিনপুরে (Mominpore)  অশান্তির ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। আইনজীবী সুস্মিতা সাহা দত্তর আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। মোমিনপুরকাণ্ডে (Mominpore) আগামীকাল শুনানির সম্ভবনা।


শনিবার রাতে ঘটনার সূত্রপাত মোমিনপুরে (Mominpore) । ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে শুরু হয় বোতল ছোড়াছুড়ি। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টিও হয়। শনিবার রাতের পর, রবিবার দুপুরে ফের উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা।পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক-সহ বেশ কয়েকজন আহত হন। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ। 


পাশাপাশি মোমিনপুরের (Mominpore)  অশান্তির ঘটনায়, এলাকায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। আজ ঘটনাস্থলে যাওয়ার পথে চিংড়িঘাটা থেকে গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পাল্টা, বিজেপির রাজ্য সভাপতির ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল।


এরপর মোমিনপুরে অশান্তির ঘটনাস্থলে যেতে চাওয়ায় সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। এদিন চিংড়িঘাটা মোড়ে আটকানো হয় বিজেপি (BJP) রাজ্য সভাপতিকে। ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা হয় সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar)। শেষে বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বালুরঘাটের সাংসদ মোমিনপুরে যাচ্ছিলেন কী করতে? প্রশ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়ের।


মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। অমিত শা-র কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। চিঠিতে একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন কেন, প্রশ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy)।


অশান্ত মোমিনপুরে যাওয়ার পথে, সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদে কলকাতা থেকে জেলার একাধিক জায়গায় বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মীরা। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল (TMC)।


আরও পড়ুন: Calcutta High Court: ‘কলকাতায় জেরা নয় কেন? সায়গলকে দিল্লি নিয়ে যেতে চাওয়ায় হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি