মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে (Durgapur) জাতীয় সড়কে টোল ট্যাক্স (Toll Tax) ফাঁকি দেওয়ায় গাড়ি আটকানোয় টোল প্লাজা (Toll Plaza) এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল CISF জওয়ানদের (CISF Jawans) বিরুদ্ধে। দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার ঘটনা। তাণ্ডবের ভিডিও ভাইরাল। ঘটনায় কাঁকসা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


ঘটনার সূত্রপাত গতকাল রাত ২টো নাগাদ। বাঁশকোপা টোল প্লাজার ১৬ নম্বর গেট দিয়ে তখন কমার্সিয়াল গাড়িতে বর্ধমানের দিক থেকে আসানসোলগামী রাস্তা ধরে যাচ্ছিলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তাবাহিনী বা CISF-এর বেশ কয়েকজন জওয়ান।


ঘটনাটা কী ?


অভিযোগ, বাঁশকোপা টোলপ্লাজার কাছে গাড়ি দাঁড়ানো মাত্রই টোলকর্মী তন্ময় সিনহা (Tanmoy Sinha) টাকা চান। টোলের টাকা চাওয়ায় তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক জওয়ান। নিজেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান (Central Force Jawan) পরিচয় দেন ওই জওয়ান। তখন টোলপ্লাজার ওই কর্মী আই কার্ড (Identity Card) দেখতে চান। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, আচমকা দু'- এক কথা হতে হতে গাড়িতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তন্ময় সিনহাকে মারধর শুরু করে দেন। টোলের নিজস্ব টানেলে ঢুকে পড়েন জওয়ানরা। বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চলার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। মারধরের জেরে তন্ময় সিনহা নামে ওই কর্মী আহত হন।


এই ঘটনায় কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বাঁশকোপা টোল প্লাজার প্রজেক্ট আধিকারিক রাকেশ ঠাকুর। এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই তাণ্ডবে ছবি ভাইরাল হওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। ক্যামেরার সামনে কোনও কথা বলতে তাঁরা রাজি হননি। তবে তদন্তের আশ্বাস দিয়েছেন।


এদিকে নিরাপত্তার দাবি জানিয়ে সরব হয়েছেন দুর্গাপুরের কাঁকসার টোল প্লাজার কর্মীরা। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাংলার মাটিতে অশান্তি সৃষ্টির অভিযোগ এনেছেন। অন্যদিকে জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই কাজ ঠিক নয় বলে সমালোচনায় সরব হয়েছেন। জাতীয় সড়কের ওপর এই ঘটনায় টানটান উত্তেজনা বাঁশকোপা টোল প্লাজায়।


আরও পড়ুন ; চলন্ত বাস থেকে ঘন ধোঁয়া, অগ্নিকাণ্ডের ভয়ে নেমে গেলেন যাত্রীরা