কলকাতা: ৫দিন ধর্না-সংঘাতের আবহেই কলকাতায় রাজ্যপাল-তৃণমূল সাক্ষাৎ। রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের (Abhishek Banerjee) বৈঠক শেষ। অভিষেক-সহ তৃণমূলের ৩০ জনের সঙ্গে বোসের ২০ মিনিটের বৈঠক হল এদিন। বকেয়া টাকা আদায়ের জন্য কেন্দ্রের কাছে দরবার করার দাবি তোলে তৃণমূল। এদিন তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়, 'কোন আইনে কাজ করার পরেও টাকা রাখা হয়েছে?' এদিন বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "ভাল বৈঠক হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে।''                             

  


বকেয়া আদায়ে রাজ্যপালের কাছে: ১০০দিনের কাজে টাকা বকেয়া থাকার অভিযোগ রাজ্যপালের কাছে এদিন হাজির হন তৃণমূলের প্রতিনিধিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদাররা। এছাড়াও ৭জন ভুক্তভোগী পরিবারকে সঙ্গে নিয়ে রাজভবনে যান তৃণমূল নেতৃত্বরা। তার আগে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয় তৃণমূলের। 'রাজ্যপালের সঙ্গে বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলার মানুষের দাবির কথা উনি শুনবেন, এই আশা রাখছি। বাংলা চুপ করে থাকবে না, অধিকারের জন্য লড়বে।'


 





রাজ্যপাল-তৃণমূল সাক্ষাৎ:
রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ধর্না এদিন ৫ দিনে পড়েছে। বিকেল ৪টেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিয়েছিলেন রাজ্যপাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে যায় তৃণমূলের ৩০ জনের প্রতিনিধিদল। দলে ছিলেন বেশ কয়েকজন ভুক্তভোগী। কৃষিভবনের পর চিঠি কাঁধে নিয়ে রাজভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ মিনিটের এই বৈঠক শেষে রাজভবনের তরফে জানানো হয়, 'তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে মনোযোগ দিয়ে শুনেছেন রাজ্যপাল। কেন্দ্রের কাছে বকেয়া টাকা সংক্রান্ত দাবি তোলার কথা জানিয়েছেন রাজ্যপাল। বাংলার জন্য যা করার করবেন রাজ্যপাল।'                          


আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'বাড়িতে থাকতে চান, না অন্য কোথাও পাঠাব?' হুঁশিয়ারি বিচারপতির