কলকাতা : রান্নার গ্যাসের দাম নিয়ে অনেকেরই হাঁসফাঁস অবস্থা। এই সময় হঠাৎ করেই ভর্তুকির ফোন। কোনও এক প্রকল্পের আওতায় নাকি বিরাট অঙ্কের ছাড় মিলবে গ্যাসের দামে। এই টোপ দিয়েই এবার গ্রাহকের সর্বস্ব লুটে নেওয়ার ছক কষেছে প্রতারকরা। সাড়ে ১৯ টাকার বদলে ভর্তুকি মিলবে ২০০ টাকার বেশি। এমন অফারেই মাথা ঘুরে গিয়েছে অনেক গ্রাহকের। সম্প্রতি এমনই এক প্রতারণার ছকের কথা এসেছে সামনে।
অনলাইন থেকে অফলাইন, নানারকম প্রতারণার ফাঁদে নাজেহাল মানুষ। ডিজিট্যাল অ্যারেস্ট থেকে বাঁচাতে কোমর বেঁধে নেমেছে সরকারও। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফোনে ফোনে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা। কিন্তু দুষ্টের তো ছলের অভাব হয় না। এবার প্রতারকদের নতুন টোপ নাকি রান্নার গ্যাসে বেশি ভর্তুকি। মধ্যবিত্তের কাছে অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো প্রস্তাব।
সাড়ে ১৯ টাকার বদলে রান্নার গ্যাসে বেশি ভর্তুকি মিলবে ২০০ টাকার বেশি। এমন কথা বলে একের পর এক LPG গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে বলে অভিযোগ । আর তারপর কথার প্যাঁচে ফেলা হচ্ছে ফাঁদে। ইতিমধ্যে সেই ফাঁদে পা দিয়ে বড়সড় অঙ্কের টাকা খুইয়েওছেন এক গ্রাহক। জমা পড়েছে অভিযোগ। এ নিয়ে চেতলায় আতঙ্ক ছড়িয়েছে। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। আরও কয়েকজনের কাছেও ফোন গেছে বলে অভিযোগ।
অভিযোগ, গত কয়েকদিন ধরে LPG গ্রাহকদের ফোন করে বলা হচ্ছে, রান্নার গ্যাসে সাড়ে ১৯ টাকার বদলে ২০০ টাকার বেশি ভর্তুকি পাবেন। আস্থা অর্জনে গ্যাসের ডিলারদের নামও বলছে প্রতারকরা। এরপর গ্রাহকের মোবাইল ফোনে ভিডিও কল এবং তথ্যের বিনিময়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। চেতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। চক্রের নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখছে পুলিশ।
এছাড়াও আরেকটি বড়সড় আরও একটি বড় প্রতারণার অভিযোগ উঠেছে এই কলকাতা শহরেই। বিমার মেয়াদ শেষে টাকা দেওয়ার নাম করে চেকে গ্রাহকের সই জাল করে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি বিমা সংস্থার এজেন্টের বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়েছেন নাগেরবাজারের বাসিন্দা ডলি সিংহ। মহিলার অভিযোগ, বিমা সংস্থার এজেন্ট জানান পলিসির মেয়াদ শেষ হওয়ায় তিনি টাকা পাবেন। ক্যানসেলড চেক নেওয়ার নামে চেক বইয়ের ৩টি পাতা কেটে গ্রাহকের সই জাল করে ওই বিমা এজেন্ট ৩ দফায় ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।