কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, কলকাতা: আবাস-খোঁজে (Awas Yojana Controversy) আরও দল আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাবে রাজ্যের ১০টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত (Panchayet) সচিবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। 


তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও, পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাংলার উত্তাপ বাড়াচ্ছে প্রধানমন্ত্রী (PM) আবাস যোজনায় (Awas Yojana Corruption) দুর্নীতির অভিযোগ! সেই অনিয়ম খুঁজতে, ফের রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদি সরকার। আবাস-দুর্নীতির অনুসন্ধানে এই নিয়ে দ্বিতীয় দফায় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। গতবার কেন্দ্রীয় সরকার, ২টি প্রতিনিধি দল পাঠিয়েছিল।


বাড়ল প্রতিনিধি দলের সংখ্যা: এবার প্রতিনিধি দলের সংখ্যা বাড়িয়ে ৫ করা হয়েছে। রাজ্যের ১০ জেলায় আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাবে ওই ৫টি দল। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক। চিঠিতে উল্লেখ, মালদা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana), পূর্ব বর্ধমান (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Bengal), নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার (Alipurduar), দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পংয়ে (Kalimpong) আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল।


 ১০ জেলায় অনুসন্ধান:  তাৎপর্যপূর্ণ বিষয়, যে ১০ জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল অনুসন্ধান চালাবে, তার মধ্যে রাখা হয়েছে মালদা (Malda) এবং পূর্ব মেদিনীপুরকেও (East Midnapore)। কিছুদিন আগে যে ২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় এসেছিল, মালদা ও পূর্ব মেদিনীপুরের। পূর্ব মেদিনীপুর, রাজ্যের বিরোধী দলনেতার নিজের জেলা, যে জেলা থেকে আবাস দুর্নীতির সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে বলে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর প্রধানমন্ত্রীর আবাস দুর্নীতি ইস্যুতে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  (Suvendu Adhikari) এই প্রেক্ষিতেই বাংলার ১০ জেলায়, কেন্দ্রীয় সরকারের ৫ প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল! 


তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) এই টানাপোড়েনে মধ্যে গরিব মানুষের সুরাহা হবে তো? এই প্রশ্ন তুলে দু-পক্ষকে বিঁধেছে বামেরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবং তা নিয়ে রাজনৈতিক তরজার কতটা প্রভাব পঞ্চায়েত ভোটে পড়ে, সেটাই এখন দেখার বিষয়।


উল্লেখ্য, মালদার ইংরেজবাজারে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস যোজনা নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে রাজনীতি করছেন, অভিযোগ করেছে তৃণমূল। মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন, প্রতিক্রিয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর।


আরও পড়ুন: Calcutta High Court: হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলার আঁচ দিল্লিতেও, অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া