ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা: 'তৃণমূলের (TMC) বিধায়ক (MLA), সাংসদরা (MP) আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ২১ জন নয়, সংখ্যাটা বেড়েছে', কলকাতায় পা দিয়ে ফের বিস্ফোরক দাবি (claim) মিঠুন চক্রবর্তীর (Mithun Chakrabarti)। সঙ্গে আরও কিছু ইঙ্গিত। কী বোঝাতে চাইলেন বঙ্গে বিজেপির কোর কমিটির এই সদস্য?


যা বললেন...
বলি তারকার বক্তব্য, ‘তৃণমূলে সকলে দুর্নীতিগ্রস্ত নন। অনেকে আছেন যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তৃণমূলে যাঁরা ভালো, তাঁরা শান্ত। যাঁরা শান্ত, তাঁদের দিকে নজর রাখুন।’ এর পরই বলেন, 
‘যাঁরা শান্ত, তাঁদের শরীরী ভাষা সব কিছু বলে দেবে।’ কাদের কথা বললেন মিঠুন? গত বারের মতো এবারও সেই বিষয়টি উহ্য রেখেছেন। 

আগেও এক দাবি...
সেপ্টেম্বরে বিজেপির হেস্টিংস দফতরের একটি সাংবাদিক বৈঠকে 'মহাগুরু' বলেছিলেন, 'তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।' কারা তাঁরা? সাংবাদিকদের উদ্দেশে বার্তা একটাই, 'ক্যামেরা প্যান করুন, একটু জুম ইন, জুম আউট করুন। নিজেরাই বুঝে যাবেন।' তিনি যে কথার কথা বলছেন না সেটা বোঝাতে বলেন, ' ’আই স্ট্যান্ড বাই,আই স্ট্যান্ড বাই,আই স্ট্যান্ড বাই।' কার্যত সেই কথারই অনুরণন শোনা গেল এদিনও। গত বার অবশ্য় আরও একটি বিষয় জানিয়েছিলেন তিনি। প্রচারের ক্ষেত্রে তিনি যে সরকার ও শাসকদলের নীতিগত সমালোচনার উপরই ফোকাস করবেন, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, সেটা স্পষ্ট করে জানিয়ে দেন মিঠুন। 

বিজেপির কৌশল...
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিতে মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামাল বিজেপি। সে সূত্রেই এদিন রাজ্য়ে আসেন বলি-তারকা। ২৭ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় ঘোরার কর্মসূচি রয়েছে তাঁর। করবেন সাংগঠনিক সভা। মিঠুন চক্রবর্তীর সঙ্গী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কর্মীদের মনোবল চাঙ্গা করতেই জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন তিনি। বুধবার থেকে শুরুর হবে মহাগুরুর সফর। ওইদিন সাংগঠনিক সভা করবেন পুরুলিয়ায়। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা করার কথা রয়েছে তাঁর। আর রবিবার 'মহাগুরু'-র সভা করার কথা অনুব্রত-গড় বীরভূমে। সব মিলিয়ে ঠাসা কর্মসূচি। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনেও মিঠুন চক্রবর্তীকে রাজ্যের নানা প্রান্তে সভা করতে দেখা গিয়েছিল। তাঁকে দিয়ে দলীয় প্রচার করানো হয় বিজেপির তরফে। এবারও সেই কৌশলই নিতে চায় বঙ্গ বিজেপি। এর মধ্যেই সাংগঠনিক তোড়জোড় শুরু করেছে তারা। 'শক্তি মণ্ডল' তৈরি হয়েছে। আগামীদিনে তারা বুথ কমিটিও তৈরি করবে। দলীয় সূত্রে বলা হচ্ছে, পঞ্চায়েত ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে রাজ্য গেরুয়া শিবির। সেই জন্য প্রচারের কাজে লাগানো হবে মিঠুন চক্রবর্তীকে। 


আরও পড়ুন:প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা মেসিদের, আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল সৌদি আরব