সুনীত হালদার, হাওড়া: অ্যাম্বুলেন্সের (Ambulance) ধাক্কায় (hit) মৃত্যু হল মা (mother) এবং মেয়ের (daughter)। উলুবেড়িয়ার (uluberia) জগৎপুর জোড়াকলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক ঘটনাটি (road accident) ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজ সকালে মেয়েকে বৃত্তি পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিলেন মা। তখনই ওই দুর্ঘটনা।


কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, দুজনে তখন রাস্তা পার হচ্ছেন। ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি ফাঁকা অ্যাম্বুলেন্স তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দুজন। তার পর স্থানীয় বাসিন্দারা দেহ দুটি আটকে রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে। জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক অ্যাম্বুলেন্সটিও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। এই মুহূর্তে ১৬ নম্বর জাতীয় সড়ক যান চলাচল বন্ধ। ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পলাতক। স্থানীয়দের অভিযোগ আন্ডারপাস না থাকায় ওই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এদিনের মর্মান্তিক অভিজ্ঞতার পর তাঁদের দাবি একটাই, অবিলম্বে আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে।

আগেও একই ঘটনা...
এর আগে, গত ১৫ মে, উলুবেড়িয়াতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বিজেপি নেতার। মৃত অমল মাইতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ১০টা নাগাদ পিক আপ ভ্যানে বরানগরের আলমবাজার থেকে পণ্য নিয়ে কোলাঘাটে ফিরছিলেন বিজেপি নেতা। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার বাণীতবলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা মারে উল্টে যায় পিক আপ ভ্যান। গুরুতর জখম বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিজেপি নেতার সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গত ৬ অগাস্ট ফের সাতসকালে ভয়ঙ্কর পথ-দুর্ঘটনায় জখম হন ৮ জন। উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাশ্যপপুরের ওই ঘটনায় একটি স্করপিও-র সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষ হয়েছিল বলে খবর। স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাট লেনে চলে এসেছিল। ঠিক ওই সময়েই কোলাঘাট লেন দিয়ে একটি মারুতি গাড়ি যাচ্ছিল বলে খবর। ওই গাড়িটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে স্করপিও-র। দুটি গাড়ি-ই দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়াতেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। দ্রুত খবর যায় পুলিশে। দেরি করেনি পুলিশও। ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা


আরও পড়ুন:৮ বছর পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া