কলকাতা: বিশেষ চারটি দিনের জন্য সারা বছর মুখিয়ে থাকা। বাঙালির সঙ্গে দুর্গাপুজোর সম্পর্ক এমনই (Durga Puja 2022)। কিন্তু অতিমারির প্রকোপে গত দু’বছর সেই বন্ধন আলগা হয়েছিল খানিকটা। কিন্তু উৎসাহে খামতি নেই এ বছর। কেনাকাটা, প্রস্তুতি চলছে জোর কদমে। পিছিয়ে নেই শহরের তাবড় পুজো কমিটিগুলিও। শহরের অন্যতম জনপ্রিয় পুজো, মহম্মদ আলি পার্কে (Muhammad Ali Park) এ বার দেবী অধিষ্ঠিত হবেন আস্ত শিশমহলে (Mirror Palace)।  


রাজস্থানের শিশমহল এ বার কলকাতায়


বাংলার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তি এ বছর বাড়তি পাওনা উৎসবপ্রেমী মানুষের। তাই একমাস আগেই পুজো শুরুর ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আনুষ্ঠানিক ভাবে ঢাকে কাঠি পড়তে বাকি মাত্র এক সপ্তাহ। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মহম্মদ আলি পার্কের পুজোয়। জমকালো প্যান্ডেল তো রয়েইছে, মণ্ডপসজ্জার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে সেখানে।


মহম্মদ আলি পার্কের পুজোর এ বছর ৫৪ বছর পূর্তি। সেই উপলক্ষে রাজস্থানের শিশমহলের আদলে গড়ে তোলা হচ্ছে প্যান্ডেল। ইংরেজিতে যা মিরর প্যালেস নামে পরিচিত, তার টানে প্রতিবছর দেশ-বিদেশের মানুষ ছুটে যান রাজস্থানে। তিলোত্তমাবাসীকে এ বার নিজের শহরেই সেই শিশমহল উপহার দিচ্ছে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি। মূল্যবান পাথর, কাচ, কারুকাজ করা ছবিতে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। তাতে শেষ মুহূর্তের পরশ ছোঁয়াতে ব্যস্ত শিল্পীরা।


আরও পড়ুন: Partha Chatterjee: দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালেন পার্থ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব জেলেই কাটাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে


মহম্মদ আলি পার্ক পুজো কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্রকুমার শর্মা জানিয়েছেন, কলকাতা থেকেও বহু মানুষ রাজস্থান বেড়াতে যান। কিন্তু নানা কারণে গত দু’বছর বেড়াতে যাওয়া হয়নি তাঁদের। তাই কলকাতায় বসেই শিশমহল প্রত্যক্ষ করার অনুরোধ পেয়েছিলেন তাঁরা। তাই রাজস্থানের বিগত দিনের সেই সংস্কৃতি এবং ঐতিহ্যকেই তুলে আনা হচ্ছে শহরে। এখনও পর্যন্ত যে ভাবে কাজ চলছে, তাতে প্যান্ডেলে ঢুকে রাজকীয় পরিবেশে প্রবেশের অনুভূতি হতে বাধ্য বলে জানিয়েছেন সুরেন্দ্রকুমার।


শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্যান্ডেলে


মহম্মদ আলি পার্ক পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা জানিয়েছেন, হাজার হাজার কাচের প্রতিফলন, মণ্ডপ এবং আলোকসজ্জা প্রাণবন্ত করে তুলবে প্যান্ডেলকে। রাজস্থানের ঐতিহাসিক প্রাসাদের ইতিহাস পুনরুজ্জীবিত হয়ে উঠবে শহর কলকাতার বুকে। প্যান্ডেলে এমন সব চিত্র এবং শিল্পকর্ম থাকছে, যা মানুষকে বিস্মিত এবং মুগ্ধ করবে। কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম মহম্মদ আলি পার্কের পুজো। ১৯৬৯ সাল থেকে এই পুজো হয়ে আসছে। তাই শিশমহলের টানে এ বছরও সেখানে দর্শনার্থীরা ভিড় করবেন বলে আশাবাদী পুজো কমিটি।