কলকাতা: হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় (Mukul Roy)। আর তাঁকে এবার দেখে এলেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ। কেমন আছেন মুকুল রায় ? হাসপাতালে দেখে আসার পর নিজের ফেসবুক পেজের টাইমলাইনে জানিয়েছেন তিনি।
মত পার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়, মুকুলদা সাড়া দিক, সেরে উঠুক : কুণাল ঘোষ
কুণাল ঘোষ বলেছেন, মুকুল রায়কে দেখে এলাম। অ্যাপোলো আইসিইউ। খারাপ লাগল।আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। চোখ বুজে শুয়ে আছেন, বলে জানালেন কুণাল ঘোষ। ছেলে শুভ্রাংশু কয়েকবার ডেকেওছেন, যদি সাড়া দেননি মুকুল রায় বলেই জানিয়েছেন তিনি। কুণাল ঘোষ বলেছেন, ডাক্তারা বলেছেন পর্যবেক্ষণ ও অপেক্ষা। অতিসক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মত পার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়।মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।'
বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়
মুকুল রায়ের অবস্থা এখনও সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রেলমন্ত্রীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নিউরো ICU-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মুকুল রায় তন্দ্রাচ্ছন্ন রয়েছেন। বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। ওই দিনই রাত সাড়ে এগারোটা নাগাদ অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। বৃহস্পতিবার দুপুরে মস্তিস্কে অস্ত্রোপচার হয় তাঁর।
আরও পড়ুন, 'মেয়ের অ্যাপেন্ডিক্স ফেটে গেছে', PPP মডেলের ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে এল লিভারের গন্ডগোল !
হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, 'মুকুল রায়ের হাত ধরেই রাজনীতিতে আসা। তাকে দেখতে এসেছি। আমি বিজেপিতে আছি। তিনিও এখনও বিজেপির বিধায়ক। তবে যে দলেরই হোক যাদের দ্বারা আমি উপকৃত আমি তাদের পাশে দাঁড়াই।'একদা বঙ্গ রাজনীতির অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মুকুল রায়। একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। তারপর আবার তাঁকে তৃণমূলের দফতরে দেখা গিয়েছিল। আজ অবশ্য় রাজনীতি থেকে বহু দূরে তিনি ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।