Tips To Know If Your Sim Data Hacked: এয়ারটেল, জিও থেকে ভোডাফোন সকলেই বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের দাম। এই পরিস্থিতিতে এয়ারটেল গ্রাহকদের তথ্যচুরি (Airtel Data Breach) নিয়ে বিষ্ফোরক খবর প্রকাশ্যে এল। সম্প্রতি এক হ্যাকার দাবি করে, এয়ারটেলের প্রায় ৩৭.৫ কোটি গ্রাহকদের তথ্য হ্যাক করে নিয়েছে সে। এর পরেই অবশ্য এয়ারটেলের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, এয়ারটেলের সিস্টেম খুব নিখুঁতভাবে পরীক্ষা করা হয়েছে। তাতে কোনও হ্যাকার প্রবেশের চিহ্ন দেখা যায়নি। ফলে এয়ারটেল গ্রাহকরা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র। 


এয়ারটেল গ্রাহকদের তথ্য় ফাঁস ?


এয়ারটেলের দাবি, কোনও তথ্য ফাঁস হয়নি। অন্যদিকে হ্যাকারের দাবি, ফাঁস হয়েছে। এর মধ্যে কোনটি আদতে সত্যি তা নিয়ে ধন্দ থাকতে পারে। আর তার জন্যই এই প্রতিবেদন। আপনার তথ্য ফাঁস হলে কিছু নির্দিষ্ট লক্ষণ আপনার ফোনে দেখা যাবে। এয়ারটেলের এই ক্ষেত্রে তথ্য ফাঁস না হলেও অন্য নানা সময় তার আশঙ্কা থেকেই যায়। তাই এই সমস্যাগুলি আপনার ফোনে হচ্ছে কি না সেদিকে অবশ্যই লক্ষ রাখুন নিয়মিত।


সিম কার্ডের তথ্য ফাঁস কীভাবে হয় ?


সিস্টেম হ্যাক - সার্ভিস প্রোভাইডারের সিস্টেম হ্যাক করে সেখান থেকে সব তথ্য বার করে নিতে পারে হ্যাকার। অনেকক্ষেত্রে দেখা গিয়েছে, সংস্থার নিচুস্তরের কর্মীরা লোভে পড়ে এই ধরনের কাজ করে থাকেন।


সিম সোয়াপিং -  এটি এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। একজন হ্যাকারের কাছে একজন গ্রাহকের যথেষ্ট তথ্য থাকলে তিনি সংস্থার কাছ থেকে নতুন সিম কার্ড দাবি করতে পারেন। যার ফলে পুরনোটি অর্থাৎ আসল গ্রাহকের সিম নিষ্ক্রিয় হয়ে যায়।


সিম ক্লোনিং -  এটির জন্য গ্রাহককে চেনা জরুরি। গ্রাহকের সিম ক্লোন করে নিয়ে হ্যাকার সব তথ্য বার করে নিতে পারে।


কীভাবে বুঝবেন আপনার সিম হ্যাক হয়েছে ?


১. কল বা মেসেজ আসা বন্ধ  -  কল বা মেসেজ (Cyber Safety Tips) আসা বন্ধ হয়ে গেলে ও কাউকে কল বা মেসেজ করতে না পারলে সতর্ক হোন তক্ষুনি। সিম অন্যের নিয়ন্ত্রণে থাকার বড় সংকেত এটি।


২. ফোনের লোকেশন ভুল দেখালে -  বিভিন্ন ডিভাইস ফাইন্ডিং অ্যাপে আপনার ফোনের লোকেশন আপনি যেখানে আছেন, সেখানে না দেখালে সতর্ক হোন।


৩. সাম্প্রতিক ভুয়ো ফোনকল - মাঝে মাঝেই অনেকে ব্যক্তিগত তথ্য চেয়ে সার্ভিস প্রোভাইডারের নাম করে এই ধরনের ফোন আসে। কিন্তু এমন ফোন আসার পরেই যদি ফোনে সমস্যা হয়, তাহলে  সতর্ক হন।


৪. অন্যদের থেকেও সমস্যার অভিযোগ - আপনার এই সমস্যার কথা যদি অন্যদের মুখেও শুনতে পান, তাহলে হতেই পারে সার্ভিস প্রোভাইডারের সিস্টেম হ্যাক করেছে কোনও হ্যাকার। তা যদি নাও হয়, একা আপনার সঙ্গেও এমন ঘটনা ঘটাতে পারে অসাধু ব্যক্তি।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন - FSSAI Order: কার্বাইডে পাকানো আম খান ? বেশি খেলে কী হতে পারে জানাল খাদ্য সুরক্ষা দফতর


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।