ঝিলম করঞ্জাই, কলকাতা : মুকুল রায়ের ( Mukul Roy )  অবস্থা এখনও সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রেলমন্ত্রীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নিউরো ICU-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মুকুল রায় তন্দ্রাচ্ছন্ন রয়েছেন।


বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। ওই দিনই রাত সাড়ে এগারোটা নাগাদ  অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। বৃহস্পতিবার দুপুরে মস্তিস্কে অস্ত্রোপচার হয় তাঁর। 


বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। রাত ১১.৩০ নাগাদ অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয়, সাব ডিউরল হেমাটোমা। এই পরিস্থিতি তখনই তৈরি হয় যখন করোটির নীচে থাকা আস্তরণের তলায় রক্ত জমাট বাঁধে এবং মস্তিস্কের রক্তবাহী নালি ফেটে যায়।

অ্য়াপোলো হাসপাতালের, নিউরো সার্জারি বিভাগের প্রধান, এস এন সিং এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার এই অস্ত্রোপচার হয়। তারপর চিকিৎসক জানান, তাঁরা আশাবাদী, অস্ত্রোপচারের ৪৮ ঘণ্টার মধ্য়ে তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব হতে পারে । এরপর নিউরোর ICU-তে রাখা হয় তাঁকে। রাখা হয় ভেন্টিলেশনে। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদ জানান,  'মুকুল রায়ের হাত ধরেই রাজনীতিতে আসা। তাকে দেখতে এসেছি। আমি বিজেপিতে আছি। তিনিও এখনও বিজেপির বিধায়ক। তবে যে দলেরই হোক যাদের দ্বারা আমি উপকৃত আমি তাদের পাশে দাঁড়াই।'

একদা বঙ্গ রাজনীতির অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মুকুল রায়।  একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন। তারপর আবার তিনি তৃণমূলের পতাকা ধরেন। এরপর নানা সময়ই তাঁকে পরস্পরবিরোধী মন্তব্য করতে শোনা যায়। এখন অবশ্য় রাজনীতি থেকে বহু দূরে তিনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে          


আরও পড়ুন, 'বড় প্রগতিশীল নেত্রী মনে করেন', চোপড়ার ঘটনায় মমতার সমালোচনা মোদির?