নয়াদিল্লি :  প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব ( Mulayam Singh Yadav Death News  ) । তাঁর মৃত্যুর পর উত্তরপ্রদেশ জুড়ে ৩ দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath )। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়মের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ থেকে যোগী আদিত্যনাথ। সোশ্যাল মিডিয়ায় মুলায়ম সিংহ যাদবের প্রয়াণে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 






'রাজনীতির জন্য একটি বড় ক্ষতি'
ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ' মহান জাতীয় নেতা এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা শ্রী মুলায়ম সিংহ যাদব জীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া আমাদের দেশ এবং আমাদের রাজনীতির জন্য একটি বড় ক্ষতি। তাঁর পরিবার এবং তাঁর অনুগামীদের প্রতি আমার গভীর সমবেদনা।' 


 প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন,  'আমরা যখন আমাদের নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি, তখন মুলায়ম সিংহ যাদবজির সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই কাছের সেই সম্পর্ক পরেও অব্যাহত ছিল এবং আমি সবসময় তাঁর মতামত শোনার জন্য উন্মুখ থাকতাম। তাঁর মৃত্যু আমাকে যন্ত্রণা দেয়। তাঁর পরিবার ও বহু সমর্থকের প্রতি সমবেদনা। ওম শান্তি।'






আলোচনার স্মৃতি অমলিন থেকে যাবে: রাজনাথ
মঙ্গলবার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়মের শেষকৃত্যে হাজির থাকবেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। তিনি লেখেন, ' রাজনীতিতে বিরোধিতা থাকলেও সবথেকে ভাল সম্পর্ক ছিল মুলায়মের সঙ্গে। দেখা হলে, খোলা মনে আলোচনা হত। অনেক বিষয়েই তাঁর সঙ্গে আলোচনার স্মৃতি অমলিন থেকে যাবে। ' ট্যুইট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। 






সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবের প্রয়াণ ভারতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন জাতীয় কংগ্রেসের।