উত্তর ২৪ পরগনা: দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চলন্ত ট্রেন থেকে অস্ত্র সমেত ধৃত এক ব্যক্তি। ২টি সেভেন এমএম পিস্তল, ২টি ওয়ান শটার মিলেছে ওই ব্যক্তির কাছে। ধৃতের নাম তপন সাহা, ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অস্ত্র সমেত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য এসটিএফ। ধৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী, দাবি রাজ্য এসটিএফের। 


শহরে একের পর এক অস্ত্র উদ্ধারে উদ্বেগ ছড়িয়েছে। গত ২ নভেম্বর গভীর রাতে উত্তর ২৪ পরগনার শাসনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দেয়। তৃণমূল নেতার বাড়িতে মেলে বেআইনি অস্ত্রের খোঁজ! রাইফেল থেকে সেভেন এমএম উদ্ধার হয়। মিলেছে বোমার মশলাও। ধৃত তৃণমূল নেতাকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার। এবার উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দেয় পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র, ৫৪ রাউন্ড গুলি ও সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা।


উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে একটি লং রাইফেল, ২টি ওয়ান শটার, একটি সেভেন এম এম, ১২ বোরের একটি পিস্তল। এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ বিজেপির।পঞ্চায়েত নির্বাচনে রক্ত চায় তৃণমূল, শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে শাসক দলকে আক্রমণ লকেট চট্টোপাধ্যায়ের। ভাল কাজ করেছে এসটিএফ। কেউ গুলি-বোমা রেখে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্তব্য সৌগত রায়ের।


এই ঘটনার পরেই গচ ৪ নভেম্বরর খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ। অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। শুধু আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। 


দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে মুর্শিদাবাদের ডোমকল, উত্তর ২৪ পরগনার শাসন, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তার আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা বাড়ছে! এ নিয়ে রাজ্যজুড়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে।