মোহন দাস, হুগলি : গত কয়েকদিনের নিম্নচাপের ভারী বর্ষণে ( Heavy Rain )  বিপর্যস্ত হয়েছিল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। ডিভিসি জল ছাড়ায় প্রায় প্লাবন ( Flood )পরিস্থিতি তৈরি হয় দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চলে। হুগলির খানাকুল ( Khanakul ) , তারকেশ্বর থেকে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, জেলায় জেলায় বাড়ে প্লাবন-শঙ্কা। তবে এখন আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। মুণ্ডেশ্বরীর জল নতুন করে না বাড়লেও জল যন্ত্রণায় খানাকুলে বাসিন্দারা । 


হুগলির খানাকুলে হু হু করে ঢুকছে  রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর জল।  ধীরে ধীরে জল বাড়ছে খানাকুলের ১ ও ২ নং ব্লকের ১০ টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় । এর ফলে  জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমিতে। ডুবে গিয়েছে নিচু এলাকার বাড়িঘর, রাস্তা ঘাট। ডুবে গিয়েছে পানীয় জলের কল। এর ফলে এলাকার মানুষের জল যন্ত্রণা। ভাবাচ্ছে জলবাহিত রোগের ভয়। 

এই পরিস্থিতিতে পুজোর মুখে ধান ও সবচি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। নষ্ট হয়েছে জমিতে থাকা চাষের ফসল। সেই সঙ্গে বন্যার আতঙ্ক জাঁকিয়ে বসছে তাঁদের মনে। যতদূর চোখ যায়, শুধুই জল আর জল। এলাকায় যোগাযোগ চলছে নৌকার মাধ্যমে।

 প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রান শিবির করা হয়েছে। খানাকুলের ধান্যঘোড়ি পঞ্চায়েতের কাকনানের  নিচু এলাকাগুলিতে জল ঢুকতেই বাধ্য হয়ে ওই এলাকার মানুষদের উঁচু জায়গায় স্কুলে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। আশ্রয় মিলেছে কিন্তু সমস্যা দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের। যার জেরে ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। 


কয়েকদিন ধরে চলতে থাকা বৃষ্টিতে রীতিমতো ক্ষতিগ্রস্ত হুগলি জেলার সবজি চাষ। বাজারে কমেছে সবজির জোগান। তার জেরে বাড়তে শুরু করেছে বাজার দর। পুজোর মুখে সবজির দাম আগুন হতে পারে আশঙ্কা সব মহলে। ফলে সমস্যায় সাধারন মানুষ।  চলতি মরসুমে বর্ষার দাপট খুব একটা ফলনে ক্ষতি না করলেও গত কয়েকদিনে বৃষ্টিতে রীতিমতো সমস্যায় পড়েছেন সবজি - চাষিরা। বর্ষা বিদায় লগ্নে  যেভাবে ব্যাটিং করেছে তাতে নাজেহাল চাষিরা। 


অন্যদিকে, দুর্যোগ কেটেছে কিন্তু দুর্ভোগ কাটেনি ঘাটালের। বন্যার জলে গৃহবন্দি অবস্থা  গ্রামীণ ও পৌরসভার বিস্তীর্ণ এলাকার মানুষজন। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় নৌকো ও ডিঙ্গি চড়ে চলছে পারাপার। নতুন করে জল উঠেছে ঘাটাল থানা চত্বরে।  রাজ্য সড়কে পূর্ত দফতর থেকে নামানো হয়েছে নৌক।  বিনা পয়সায় নৌকোয় পারাপার করছেন ঘাটালের বনবাসী এলাকার মানুষজন।     

আরও খবর :    


পুজোর আগে হরেক প্ল্যান? আগামী ৪-৫ দিনের জন্য দারুণ খবর দিল আবহাওয়া দফতর