সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর আগে আর মাত্র কয়েকটি দিন। প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ, শেষ লপ্তের পুজোর বাবার, কুমোরটুলির শেষ বেলার তুলির টান। এর মধ্যে বৃষ্টি বাধ সাধলে তো কপালে হাত। অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। নিম্নচাপটি ( Depression ) সরে গিয়েছে পশ্চিমবঙ্গের উপর থেকে। বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে অগ্রসর হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি ক্ষয় করবে। তারপর এগোবে নাগাল্যান্ড মণিপুরের দিকে এগোবে।
বঙ্গ থেকে বর্ষা বিদায় কবে ?
বর্ষা কবে বিদায় নেবে, এ প্রশ্ন এখন সবার। আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্ষা বিদায় রেখাটি এখন লখনউ ,নাগপুর, পুনে হয়ে আলিবাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী দু-তিন দিনে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে। সোম ও মঙ্গলবার এর মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তীসগড় এবং তেলঙ্গানা রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে।
বৃষ্টি হবে?
এই সপ্তাহে আপাতত বঙ্গে দুর্যোগের আভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশই থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলি নদিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনি ও রবিবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু-তিনদিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে বৃষ্টি হবে ?
উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই ওপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে বলে মত আবহবিদদের।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে গরম, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৮ শতাংশ।
আরও পড়ুন :
সিকিমে হড়পা বানে মৃত জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল কালচিনির বাড়িতে ! গান স্যালুটে শেষ শ্রদ্ধা