শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : নির্দল হয়ে পুরভোটে দাঁড়ালে পেটানোর হুঁশিয়ারি! বিতর্কে কোচবিহারের (Coochbehar) ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী (TMC Candidate) ও শহর ব্লক সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলের কেউ নির্দল হয়ে দাঁড়ালে ব্যবস্থা নেবে দল। সতর্কবার্তা কোচবিহার জেলা তৃণমূলের সভাপতিরও। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।


কোচবিহারের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বলেন, নির্দল চলছে না, চলবে না। বিশ্বাসঘাতকদের সবার ধোলাই হবে, পেটাই হবে, বিশ্বাসঘাতকদের ছাড়ছি না, ছাড়ব না।


কোনও রাখঢাখ নয় ! নির্দল প্রার্থী হলেই পেটানোর হুঁশিয়ারি !


যাঁকে স্লোগান তুলতে দেখা গেছে, তিনি কোচবিহারের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও দলের কোচবিহার শহর ব্লক সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সামনেই দাঁড়িয়ে জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। তাঁর উপস্থিতিতেই নির্দল প্রার্থীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি! 


অন্যান্য জেলার মতোই কোচবিহারের ৬টি পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে এসেছে। তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে মনস্থির করেছেন অনেকে। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককেও ভাবাচ্ছে সেই নির্দল কাঁটা!


কারণ ওই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কোচবিহার পুর-প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন কাউন্সিলর তপন ঘোষ!


আর এই প্রেক্ষাপটেই মঙ্গলবার মনোনয়ন জমার আগে, মহকুমাশাসকের দফতরের সামনে নির্দলদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে স্লোগান তোলেন অভিজিৎ! বলেন, যারা নির্দল হয়ে দাঁড়াবে, তাঁরা সাবধান, শেষ দেখে ছাড়ব, ঐতিহাসিক ভুল করবে, আগামী ৫ বছর দলে নেওয়া হবে না।


নির্দল কাঁটা প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের বক্তব্য, যদি তৃণমূলের কেউ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


এই ইস্যুতে বিধায়ক ও কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, এটাই তৃণমূলের কালচার, ওরা ক্ষমতা আর অর্থ ছাড়া কিছু বোঝে না। একের পর এক নির্দল প্রার্থী তো দাঁড়াবেই, বিজেপির সুবিধা হবে।


মঙ্গলবার কোচবিহার জেলার ৬ পুরসভার অধিকাংশ তৃণমূল প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন।