কলকাতা : রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোটের ফলাফলের দিনঘোষণা হয়ে গেল। ২ মার্চ রাজ্যের বাকি ১০৮ পুরসভার ফল ঘোষণা হবে, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট হবে।
১০৮ পুরসভায় ভোট - ২৭ ফেব্রুয়ারি
কোথায় কোথায় ভোট?
- জেলা: দার্জিলিং (১)
পুরসভা: দার্জিলিং - জেলা: কোচবিহার (৬)
পুরসভা: কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি - জেলা: আলিপুরদুয়ার (২)
পুরসভা: আলিপুরদুয়ার, ফালাকাটা - জেলা: জলপাইগুড়ি (৩)
পুরসভা: মাল, জলপাইগুড়ি, ময়নাগুড়ি - জেলা: উত্তর দিনাজপুর (৩)
পুরসভা: কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলা - জেলা: দক্ষিণ দিনাজপুর (২)
পুরসভা: বালুরঘাট, গঙ্গারামপুর - জেলা: মালদা (২)
পুরসভা: ইংরেজবাজার, ওল্ড মালদা - জেলা: মুর্শিদাবাদ (৭)
পুরসভা: মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা, বহরমপুর - জেলা: নদিয়া (১০)
পুরসভা: নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, তাহেরপুর নোটিফায়েড এরিয়া, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর - জেলা: উত্তর ২৪ পরগনা (২৫)
পুরসভা: কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গাড়ুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, বনগাঁ, গোবরডাঙা, বারাসাত, বসিরহাট, বাদুড়িয়া, টাকি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দক্ষিণ দমদম (২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না), দমদম, অশোকনগর-কল্যাণগড়, পানিহাটি, হাবড়া - জেলা: দক্ষিণ ২৪ পরগনা (৬)
পুরসভা: বজবজ, বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর, মহেশতলা, ডায়মন্ডহারবার - জেলা: হাওড়া (১)
পুরসভা: উলুবেড়িয়া - জেলা: হুগলি (১২)
পুরসভা: হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি-শেওড়াফুলি, শ্রীরামপুর, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি - জেলা: পূর্ব মেদিনীপুর (৩)
পুরসভা: তমলুক, কাঁথি, এগরা - জেলা: পশ্চিম মেদিনীপুর (৭)
পুরসভা: চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর - জেলা: ঝাড়গ্রাম (১)
পুরসভা: ঝাড়গ্রাম - জেলা: পুরুলিয়া (৩)
পুরসভা: পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর - জেলা: বাঁকুড়া (৩)
পুরসভা: বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী - জেলা: পূর্ব বর্ধমান (৬)
পুরসভা: কালনা, কাটোয়া, দাঁইহাট, মেমারি, গুসকরা, বর্ধমান - জেলা: বীরভূম (৫)
পুরসভা: সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর