আমদাবাদ: আইপিএলে এবার নতুন যে দুটো দল অংশ নিতে চলেছে, তার মধ্যে একটি গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে এবার টুর্নামেন্টে খেলতে নামবে এই দলটি। দলের কোচ আশিস নেহরাও আশাবাদী যে ভাল ফল করবে দল টুর্নামেন্টে। নিলামে ৮৯.৯৫ কোটি টাকা দিয়ে দেশি, বিদেশি তারকা প্লেয়ারদের দলে নিয়েছে গুজরাত। তার মধ্যে রয়েছেন মহম্মদ শামি, জেসন রয়, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়ার মতো প্লেয়াররা। কিন্তু অলরাউন্ডার কোটায় বিজয় শঙ্কর ও রাহুল তেওয়াটিয়া ছাড়া তেমন কোনও নাম নেই। হার্দিক নিজে থাকলেও কতটা বল করতে পারবেন তিনি তা নিয়ে সংশয় রয়েছে। কারণ সাম্প্রতিক অতীতে তরুণ এই অলরাউন্ডারকে বল করতে তেমন দেখা যায়নি। তবে তা নিয়ে ভাবতে নারাজ গুজরাত টাইটান্সের কোচ।


প্রাক্তন ভারতীয় পেসার বলেন, ''দেখুন হার্দিক যদি বল করতে পারে, তবে তো খুবই ভাল। কিন্তু আমরা ওকে একজন সম্পূর্ণ ব্যাটার হিসেবেই পেতে চাইছি। ৪,৫,৬ যে নম্বরেই ও নামতে চায় না কেন, ও খেলুক। আমার মনে হয় না বিশ্বের এমন কোনও দল আছে যারা এই ফর্ম্যাটে হার্দিককে শুধুমাত্র ব্যাটার হিসেবে নিতে চাইবে না। সবাই ব্যাটার হিসেবেও খেলাত চাইবে হার্দিককে।''


যে খেলোয়াড়দের নিলামে দলে নিল গুজরাত টাইটান্স



 


লকি ফার্গুসন- ১০ কোটি টাকা
রাহুল তেওটিয়া- ৯ কোটি টাকা
মহম্মদ শামি- ৬.২৫ কোটি টাকা
জেসন রয়- ২ কোটি টাকা
অভিনব মনোহর সদারঙ্গানি – ২.৬০ কোটি টাকা
ম্যাথু ওয়েড- ২.৪০ কোটি টাকা
ঋদ্ধিমান সাহা- ১.৯০ কোটি টাকা
ডেভিড মিলার- ৩ কোটি টাকা
প্রদীপ সাঙ্গওয়ান- ২০ লক্ষ টাকা
আলজারি জোসেফ – ২.৪০ কোটি টাকা
দর্শন নলকাণ্ডে- ২০ লক্ষ টাকা
যশ দয়াল – ৩.২০ কোটি টাকা
বিজয় শঙ্কর- ১.৪০ কোটি টাকা
জয়ন্ত যাদব- ১.৭০ কোটি টাকা
ডোমিনিক ড্রেকস- ১.১০ কোটি টাকা









বরুণ অ্যারন – ৫০ লক্ষ টাকা
গুরকিরাত মান সিংহ- ৫০ লক্ষ টাকা
নূর আহমেদ- ৩০ লক্ষ টাকা
সাই সুদর্শন- ২০ লক্ষ টাকা