নয়াদিল্লি: কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে রাজ্যে পুরভোট (Municipal Election 2022) করানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাংলার ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু তাদের আবেদন খারিজ হয়ে গেছে। রবিবারই রাজ্যের ১০৮টি পুরসভার ভোট রয়েছে।

  


আগামী রবিবার রাজ্যে ১০৮ পুরসভার ভোট। সংশ্লিষ্ট নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, তার ভার রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) ওপরই ছেড়েছিল হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়,  বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কি না। এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তারা। বিজেপির (BJP) দাবি ছিল, অবাধ ভোট করতে গেলে কেন্দ্রীয় বাহিনী ছাড়া উপায় নেই। কিন্তু গেরুয়া শিবিরের সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রাজ্যের ১০৮টি পুরসভার ভোট হবে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই।


এই মামলায় আগেই সুপ্রিম কোর্টে (Supreme Court) ক্যাভিয়েট দাখিল করেছিল রাজ্য (West Bengal)। গতকাল রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Sameek Bhattacharya) বলেন, “রাজ্যে গণতন্ত্র নেই, ভোটে লুঠ হয়েছে প্রমাণ রয়েছে, তারপরও পুলিশ বলেছে বহিরাগতদের আটকানোর দায়িত্ব তাদের নয়, তাই সুপ্রিম কোর্টে গেছি।’’ যদিও, প্রতিপক্ষের এই পদক্ষেপকে আগেই কটাক্ষ করেছে বঙ্গের শাসক শিবির। তৃণমূলের কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এরা মানুষের কোর্টে যেতে ভয় পাচ্ছে ওদের নেতারাই বলছে, মুখরক্ষা করতে আর চেয়ার বাঁচাতেই কোর্টে যাচ্ছে।’’


আরও পড়ুন: Suvendu Adhikari: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে মামলা শুভেন্দুর