কলকাতা: “জোর করে ভোট করার চেষ্টা হলে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ নেওয়া হবে।’’ বিধাননগর পুরভোটে তৃণমূলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হঁশিয়ারি দিলেন সৌগত রায়। এদিন তিনি বলেন, “অতীতের কথা ছেড়ে দিন, আর হবে না। বিধাননগরে যা কাজ হয়েছে, জবরদস্তির দরকার নেই।’’ জোর করে ভোট করার চেষ্টা হলে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ। বিধাননগর পুরসভার ভোট নিয়ে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের।


আগামী ২২ জানুয়ারি বিধাননগরে পুরভোট। তার আগে কড়া ভাষায় সতর্ক করলেন দমদমের সাংসদ। এর আগেও দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন সৌগত রায় (Sougata Roy)। তিনি বলেন, “আমরা কোথাও জোর করে জিততে চাই না। দলের তরফের নীতি স্পষ্ট করা হয়েছে।  কারণ, পঞ্চায়েতে জবরদখল করা হয়েছিল, ২০১৯ এর লোকসভা ভোটে তার মূল্য দিতে হয়েছে!  ২০২৪ এ আবার লোকসভা নির্বাচন! এখন যদি ভোট দিতে না দেওয়া হয়, তার প্রভাব পড়তে পারে। কয়েকটা পুরসভা জেতার চেয়ে, আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, লোকসভা ভোটে ভালো রেজাল্ট করা। দলের সাংগঠনিক জেলা সভাপতিদের বলে দেওয়া হয়েছে । তারা মিটিং করে নিচের স্তরে জানিয়ে দিচ্ছেন। এর ফলে ভোটে কোনও প্রভাব পড়বে না । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় এর কোন বিকল্প নেই।’’ 


এর আগে দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি দেন নৈহাটির (Naihati) তৃণমূল বিধায়ক (TMC MLA) পার্থ ভৌমিকৌ। তিনি বলেন, "কারও মাথায় যদি থাকে, গতবার যেভাবে মিউনিসিপ্যালিটি নির্বাচন (Municipal Election) হয়েছিল, আমরা এভাবে নির্বাচন করে উত্তরপাড়া (Uttarpara) জিতে যাব, তাহলে আমি বলব আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা জানেন না, কলকাতা পুলিশ (Kolkata Police) তৃণমূলের (TMC) কত ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। আপনাদের কারও যদি এমন ধারণা থাকে আর যদি অসদুপায় অবলম্বন করতে চান, তাহলে পুলিশ কমিশনারকে দেখে মনে হবে এঁকে নরেন্দ্র মোদি (Narendra Modi) পাঠিয়েছেন। এমন মার মারবে, আপনার মনে হবে না, এটা রাজ্য সরকারের পুলিশ (West Bengal Police)। দায়িত্ব নিয়ে বলছি, পরে কিন্তু বলতে পারবেন না, পার্থদা আমাদের মারছে। আমি কিন্তু এখনই বলছি, মারবে। মানুষের ভোটে জিততে পারলে কাউন্সিলর হবেন। মানুষ আপনাকে পছন্দ না করলে, বিরোধী প্রার্থী জিতবে।''


আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের ‘ডায়মন্ড’ মডেল নিয়ে সংঘাতে কুণাল-কল্যাণ