কামারহাটি, রাজপুর- সোনারপুর ও ঝাড়গ্রাম : গতকালই শেষ হয়েছে চার পুরসভার ভোট (Municipality Election)। একাধিক অশান্তির আবহেই শেষ হয় ভোটপর্ব। এরপর বাকি ১০৮ পুরসভার ভোট রয়েছে ২৭ ফেব্রুয়ারি। এই উপলক্ষ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। আজ রবিবাসরীয় প্রচারে (Campaign) নামলেন একাধিক হেভিওয়েট নেতা। 


কামারহাটিতে প্রার্থী বিতর্কের পর এই প্রথম প্রচারে নামলেন সৌগত রায়। এদিন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মায়া দাসের সমর্থনে কখনও হেঁটে, কখনও হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল সাংসদ। ঢাকিদের নিয়ে বর্ণাঢ্য প্রচার চলে আড়িয়াদহ থেকে কামারহাটির বিস্তীর্ণ এলাকাজুড়ে।


রবিবার সকালে পুরভোটের প্রচার রাজপুর- সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে। সিপিএম প্রার্থী গৌতম দত্তর সমর্থনে কালীবাজার এলাকায় প্রচার করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তোলাবাজি, চোখ রাঙানি মানতে চাইছে না মানুষ। এবার নিজের ভোট নিজে দিতে চান তাঁরা। বাম প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী সিপিএম নেতা।


আরও পড়ুন ; ১০৮ পুরসভায় ভোট, কোন জেলায় কোন পুরসভায় নির্বাচন, রইল বিস্তারিত


এদিকে ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী অশোক কুমার মহান্তির সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সারছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। প্রচারে হাজির বিজেপি  জেলা সভাপতি তুফান মাহাতো-সহ একাধিক নেতৃবৃন্দ। সকালে খড়গপুর শহরেও প্রচার করেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, ফের দিলীপ ঘোষ থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। গতকাল খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন দিলীপ ঘোষ। সেইসময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা শাসকদলে নাম লেখান।


প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার ভোট (Municipal Election 2022) । ফেব্রুয়ারির পুরভোটের জন্য প্রচারের সময় সকাল ৯ থেকে রাত ৯। প্রচারের সময় শেষ ৪৮ ঘণ্টা আগে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কবে জানা যাবে ফল, তা অবশ্য জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ দিয়েই হবে শতাধিক পুরসভার ভোট।