সনৎ ঝা, দার্জিলিং: প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালনের মোড়কে পুরভোটের (Municipality vote) প্রচার? করোনার বিধিনিষেধ (Covid Restriction) জারি থাকার মধ্যেই, প্রার্থীদের নিয়ে তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) র্যালি ঘিরে, এই প্রশ্ন উঠেছে শিলিগুড়িতে (Siliguri)। দুই শিবিরের শোভাযাত্রাতেই ধরা পড়েছে কোভিড বিধিভঙ্গের ছবি।
বেলাগাম করোনা পরিস্থিতির (Covid Situation) কারণে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ৪ পুরসভার ভোট (Municipality Election)। ২২ জানুয়ারির পরিবর্তে শিলিগুড়ি-সহ ৪ পুরসভায় ভোট হবে ১২ ফেব্রুয়ারি।
কিন্তু যে স্বাস্থ্য সচেতনতার কারণে ভোট পিছনো হয়েছে, সেই কোভিড বিধিরই দফারফা শিলিগুড়ি পুর এলাকায়! প্রজাতন্ত্র দিবসের সকালে শিলিগুড়ি শহরে সাড়ম্বরে র্যালি করতে দেখা গেল তৃণমূল বিজেপি দু-পক্ষকেই!
করোনা পরিস্থিতির কারণে পুরভোটের প্রচারে বেশি লোকজন নিয়ে জমায়েত ও মিছিলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিশাল এই র্যালি দেখলে কে বলবে করোনার কারণে পুরভোট পিছিয়েছে এখানে!
অনেকের মুখে মাস্ক নেই। অনেকে মাস্ক পরলেও, তা ঝুলছে থুতনির নীচে। আর এই র্যালিতে সামনের সারিতে যাঁকে নমস্কার করতে করতে হাঁটতে দেখা গেল, তিনি শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।
শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জন সরকার, মোদি শাসনে মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে। সব কিছুর গৈরিকীকরণ হচ্ছে। সংবিধানের অধিকার সুরক্ষিত রাখতেই পথে।
সাধারণতন্ত্র দিবসে শোভাযাত্রা করে বিজেপিও। ৩৮ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে বিজেপির শোভাযাত্রা।পদযাত্রায় জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী নিত্যানন্দ পাল। তাঁর সমর্থনে মিছিলে অংশ নেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক।
ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের স্কুল বন্ধ। পতাকা তোলা হচ্ছে ন। ছোটরা জানুক দেশ কী, দেশমাতা কী। সেই কারণেই আমরা রাস্তায়। সব মিলিয়ে পুরভোটের আগে দুই শিবিরের প্রজাতন্ত্র দিবসের উদযাপন ঘিরেও চাপানউতোর তুঙ্গে।