সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ব্যারাকপুরের পর বারাসাত পুরসভা (Barasat Municipality), সিবিআইয়ের নজরে আরও এক পুরসভা। উপ পুরপ্রধানদের নামের তালিকা তলব সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইমেল করে জানতে চাওয়া হয়েছে, '২০১২ থেকে ২০২৩ পর্যন্ত কারা ছিলেন বারাসাত পুরসভার উপ পুরপ্রধান ? '।
এমনিতেই পুরসভার নিয়োগ দুর্নীতিতে বেশ কিছুদিন ধরে তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। রাজ্যের বিভিন্ন পুরসভায় গত কয়েকবছরে কীভাবে নিয়োগ হয়েছে, কতজনকে নিয়োগ করা হয়েছে, সেই সব তথ্য জানতে একাধিক পুরসভার কাছে জানতে চাওয়া হয়েছে তথ্য। এর মাঝেই এবার বারাসাত পুরসভার উপ প্রধানদের নামের তালিকা চেয়ে পাঠাল সিবিআই (CBI)। নামের তালিকা, মোবাইল নম্বর থেকে যাবতীয় সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কী কারণে এই নামের তালিকা চাওয়া হয়েছে, তা নিয়ে অবশ্য কোনও তথ্য সামনে আসেনি।
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ (Food Minister Rathin Ghosh) একাধিক পুরসভায় কিছুদিন আগেই তল্লাশি চালায় CBI। পুর নিয়োগ দুর্নীতিতে কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার নাম জুড়ে যায়। তারপর ব্যারাকপুর পুরসভায় (Barackpore Municipality) নোটিস পাঠিয়ে ২০১২ সাল থেকে কারা উপপ্রধান ছিলেন, তা জানতে চায় সিবিআই।
প্রসঙ্গত, ইডি সূত্রে কিছুদিন আগেই দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত তারা দেড় হাজারের বেশি নাম পেয়েছে। যাঁরা অবৈধভাবে পুরসভায় চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, ১৯ মার্চ ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও গ্রেফতার করে ED।
অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিস থেকে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তখনই সামনে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা। স্কুলে নিয়োগ দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত চালাচ্ছে ED ও CBI. ইতিমধ্যে একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছে CBI।
অয়ন শীলের অফিসকে আদালতে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছে ED। তাঁর অফিস থেকে যে চাকরিপ্রার্থীদের নাের তালিকা পাওয়া গেছিল, তার সঙ্গে এই দেড় হাজারের বেশি তালিকার নাম মিলিয়ে দেখা হবে বলে ED সূত্রে খবর। আগামী দিনে তাঁদের তলব করা হবে।