লখনউ: ওয়ান ডে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চ। আর এই মঞ্চেই নতুন নজির গড়লেন স্টিভ স্মিথ (Steve Smith)। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া (South Africa vs Australia)। ম্যাচে যদিও হারতে হয় অজি বাহিনীকে। তবে সেই ম্যাচেই ১৯ রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় সাত নম্বরে উঠে এলেন স্মিথ। তিনি টপকে গেলেন অ্যাডাম গিলক্রিস্টকে। 


স্মিথ গতকালের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ১৬ বলে মাত্র ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকান ডানহাতি ব্যাটার। তবে এই রান করার মধ্যে দিয়েই প্রাক্তন অজি উইকেট কিপার ব্যাটার গিলক্রিস্টকে টপকে যান স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৩১২টি ম্যাচে মোট ১৫,৪৪৭ রান করেছেন। মোট ৪৪টি শতরান ও ৩৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। 


টেস্টে সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে গন্য করা হয় স্মিথকে। ১০২ ম্য়াচে ১৮১ ইনিংস খেলে মোট ৯৩২০ রান করেছেন ৫৮.৬১ গড়ে। মােট ৩২টি সেঞ্চুরি ও ৩৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ২৩৯। ওয়ান ডে ফর্ম্যাটে ১৪৭ ম্যাচে ৫১১৯ রান করেছেন স্মিথ। ৪৪.১২ গড়ে ব্যাটিং করেছেন স্মিথ। ঝুলিতে রয়েছে ১২টি শতরান ও ৩০টি অর্ধশতরান। সর্বোচ্চ ১৬৪ করেছেন এখনও পর্যন্ত এই ফর্ম্যাটে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩টি ম্যাচে ১০০৮ রান করেছেন স্মিথ। ব্য়ক্তিগত সর্বোচ্চ তাঁর ৯০। 


এদিকে, গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। ৩১২ রান তাড়া করতে নেমে মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে গেল অজ়িরা। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয়ের ধারা অব্যাহত রইল। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাডা সবথেকে বেশি তিন উইকেট নেন, খরচ করেন ৩৩ রান। এটাই টুর্নামেন্টের ইতিহাসে অস্ট্রেলিয়ার সবথেকে বড় পরাজয়। 


বড় রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। প্রোটিয়াদের হয়ে নতুন বলে ইনিংস শুরু করা দুই বোলার লুনগি এনগিডি ও মার্কো জানসেন যথাক্রমে দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার (১৩) ও মিচেল মার্শকে (৭) ফেরান। অজ়ি দলের ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথ শুরুটা আক্রমণাত্মক মেজাজেও করলেও, কাগিসো রাবাডা তাঁকে ১৯ রানে এলবিডব্লু করলে অস্ট্রেলিয়া ৫০ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে।


রাবাডার আগুনে বোলিংয়েই অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ছারখার হয়ে যায়। তিনি জস ইংলিশ (৫) ও মার্কাস স্টোইনিকে (৫) ফেরান। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটও চলেনি। মাত্র তিন রানে কেশভ মহারাজের বলে আউট হন 'বিগ শো'। ৭০ রানে ছয় উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতিতে মার্নাস লাবুশেন ও মিচেল স্টার্ক সপ্তম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৬৯ রান যোগ করেন দুইজনে। মার্নাস লাবুশেন ৪৬ ও স্টার্ক ২৭ রানের ইনিংস খেলেন। অধিনায়ক প্যাট কামিন্স শেষের দিকে ব্যাটে নেমে ২২ রানের ইনিংস খেলেন বটে। তবে ১৭৭ রানের বেশি এগোতে পারেনি অজ়ি ইনিংস।