সমীরণ পাল ও শিবাশিস মৌলিক, উত্তর ২৪ পরগনা : পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলার তদন্তে, একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। তার ৪৮ ঘণ্টার মধ্যেই এবার ব্যারাকপুর পুরসভায় (Barackpore Municipality) নোটিস পাঠাল CBI। ব্য়ারাকপুরের পুরপ্রধান উত্তম দাস জানিয়েছেন, ২০১২ সালের পর থেকে কারা ভাইস চেয়ারম্যান ছিলেন, তাঁদের নাম জানতে চাওয়া হয়েছিল, তা দেওয়া হয়েছে।


পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ (Food Minister Rathin Ghosh) একাধিক পুরসভায় শনিবার তল্লাশি চালায় CBI। পুর নিয়োগ দুর্নীতিতে  কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, কাঁচরাপাড়া এবং হালিশহর-সহ বেশ কিছু পুরসভার নাম থাকলেও ব্যারাকপুর পুরসভার নাম ছিল না। এবার, সেই ব্যারাকপুর পুরসভাকেই নোটিস পাঠাল CBI, কিন্তু কেন ?


পুর নিয়োগ দুর্নীতি মামলা ? নাকি অন্য কোনও মামলায় ? পুর নিয়োগ দুর্নীতিতে একাধিক পুরসভায় তল্লাশির আবহে, ব্যারাকপুর পুরসভাকে CBI-এর নোটিস ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। পুর চেয়ারম্যান উত্তম দাসের দাবি, ২০১০ থেকে এই পুরসভায় কোনও সংস্থা মারফত কোনও নিয়োগ হয়নি।


প্রসঙ্গত, ইডি সূত্রে কিছুদিন আগেই দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত তারা দেড় হাজারের বেশি নাম পেয়েছে। যাঁরা অবৈধভাবে পুরসভায় চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, ১৯ মার্চ ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও গ্রেফতার করে ED।


অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিস থেকে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তখনই সামনে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা। স্কুলে নিয়োগ দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত চালাচ্ছে ED ও CBI. ইতিমধ্যে একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছে CBI।


অয়ন শীলের অফিসকে আদালতে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছে ED।  তাঁর অফিস থেকে যে চাকরিপ্রার্থীদের নাের তালিকা পাওয়া গেছিল, তার সঙ্গে এই দেড় হাজারের বেশি তালিকার নাম মিলিয়ে দেখা হবে বলে ED সূত্রে খবর। আগামী দিনে তাঁদের তলব করা হবে।                  



আরও পড়ুন- হাজার পাতা করে নথি পাঠিয়ে ইডি অফিসে হাজিরা দিলেন না অভিষেকের মা, বাবা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ