সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) অভিযান শুরু করার আগে তাঁকে মনে করা হচ্ছিল দলের সেরা অস্ত্র। চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে ১২৩০ রান। পাঁচ সেঞ্চুরি।


অথচ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সেই শুভমন গিলকে (Shubman Gill) নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগে ভারতীয় শিবির (Ind vs Aus)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী, চেন্নাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, আফগানিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচেও হয়তো খেলতে পারবেন না তরুণ ওপেনার। ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে গিলকে পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়ে গিয়েছে।


আর অদ্ভুতভাবে, ভারতীয় শিবির থেকে শুরু হয়েছে রাখঢাক। কেউই প্রকাশ্যে বলতে চাইছেন না যে, শুভমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন না। ম্যাচের আগের দিন রোহিত শর্মা বলেছেন, 'দলের সকলেই মানসিকভাবে চাঙ্গা। অস্ট্রেলিয়া ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি। গিল একশো শতাংশ সুস্থ নয়। তবে আমরা ওর ওপর নজর রেখেছি। এখনও এই ম্যাচ থেকে ছিটকে যায়নি গিল। দলে আর কোনও চোট আঘাতের সমস্যা নেই।' যোগ করেছেন, 'গিলের শারীরিক অবস্থা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। ও অসুস্থ। কেউই অসুস্থ থাকতে পছন্দ করে না। ও দ্রুত সেরে উঠবে। আমিও সেটা চাই।'


ভারতীয় দলের অধিনায়ক যখন এই কথা বলছেন, তখন ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে অন্য তথ্য। বলা হচ্ছে, ডেঙ্গি আক্রান্ত শুভমন এতটাই অসুস্থ যে, টিমহোটেলে রীতিমতো স্যালাইন দেওয়া হচ্ছে। রক্তের প্লেটলেট যাতে নেমে না যায়। সঙ্গে গ্লুকোজ় দেওয়া হচ্ছে। অসম্ভব দুর্বল হয়ে রয়েছেন পাঞ্জাবের ক্রিকেটার। বোর্ডের এক কর্তা শনিবারই সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, খেলার মতো অবস্থাতে নেই গিল।


বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ ১১ অক্টোবর, বুধবার। নয়াদিল্লিতে সেদিন রোহিতদের সামনে আফগানিস্তান। ভারতীয় শিবির সূত্রে খবর, এই পরিস্থিতিতে গিলকে দলের সঙ্গে নয়াদিল্লি নিয়ে নাও যাওয়া হতে পারে। যাতে যাতায়াতের ধকল তাঁকে আরও কাবু না করে ফেলে, তাই গিলকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়েও কথাবার্তা চলছে। সেক্ষেত্রে পাকিস্তান ম্য়াচের আগে সম্ভবত দলের সঙ্গে যোগ দেবেন গিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মহারণের আগে একদিনই প্র্যাক্টিস করার কথা ভারতীয় দলের। ১৩ অক্টোবর। গিলকে একদিনের প্র্যাক্টিসে দেখে সরাসরি ম্যাচে নামিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। গিলের পরিবর্তে ওপেনার হিসাবে খেলতে পারেন ঈশান কিষাণ। যাঁকে প্রথম একাদশে বিশ্বকাপের শুরুর দিকে অন্তত ভাবা হচ্ছিল না। তিনি বড় রান করে দিলে কী হবে, তা নিয়েও ধন্দ থাকছে।


রবিবার বাইশ গজে সামনে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী - মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। তাঁদের মোকাবিলা করার আগে ভারতীয় শিবিরকে সামলাতে হচ্ছে গিল-ধাঁধা।


আরও পড়ুন: চরম বিতর্কের পর ঘরে এল সোনা, মহিলাদের পর কবাডিতে ভারতীয় পুরুষরাও জিতলেন সোনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial