আবীর দত্ত, কলকাতা : আজ ইডি দফতরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা, খবর সূত্রের। বিশেষ কারণে হাজিরা দিতে পারছেন না অভিষেকের বাবা অমিত বন্দ্য়োপাধ্য়ায়, খবর সূত্রের।


গতকাল ইডি দফতরে (ED Office) যাননি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। ইডি-র চাওয়া নথি জমা দিয়েছেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের। অভিষেকের বাবার আইনজীবী ইডি অফিসে গিয়ে প্রায় ১২০০ পাতার নথি জমা দিয়ে এসেছেন বলেই খবর সূত্রের। পাশাপাশি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা না গেলেও তাঁর তরফেও প্রায় হাজার পাতার নথি ইডি অফিসে জমা দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। 


লিপস অ্য়ান্ড বাউন্ডসের (Leaps And Bounds) ডিরেক্টর হিসেবে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে ইডি অফিসে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে। বেশ কিছু তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছিল। যে সমস্ত তথ্য ইডি দাবি করেছিল, তার সবই সেখানে জমা করা হয়েছে বলেই খবর সূত্রের। বিশেষ কারণে তিনি হাজির না হতে পারলেও সব তথ্য পাঠিয়ে দেওয়া হল বলেই জানানো হয়েছে বলে খবর।


নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রের জেরে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়ানোয় অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদেরও নামও জড়িয়ে গিয়েছে। লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের নিয়ে রাজনৈতিক তরজাও আজকের নয়।


নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গ্রেফতারির পর সোশাল মিডিয়ায় এই ছবিগুলি ছবি শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছিলেন, কালীঘাটের কাকুর সহযোগীদের চিনুন। শুভেনদু অধিকারীর দেওয়া তালিকায় লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের নাম ছিল যথাক্রমে, অমিত বন্দ্য়োপাধ্য়ায়, বিশ্বনাথ ভট্টাচার্য, লতা বন্দ্য়োপাধ্য়ায়, রুজিরা বন্দ্য়োপাধ্য়ায় এবং সুজয়কৃষ্ণ ভদ্রর। হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের ভিত্তিতেই অভিষেকের মা-বাবাকে তলব করে ইডি।


এদিকে, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত ৩ তারিখ ইডি ফের তাঁকে তলব করলেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জানিয়ে দিয়েছিলেন ইডি-র দফতরে যাবেন না। এবার সেই পথেই ইডি-র দফতরে গেলেন না তাঁর মা-বাবাও। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল, তা তাঁরা পাঠিয়ে দিয়েছেন বলেই সূত্রের খবর। এবার দেখার এর পর কী পদক্ষেপ নেয় ইডি। 



আরও পড়ুন- ক্ষোভে ফুঁসছে কামদুনি, রাজ্য প্রশাসনকে দায়ী করে ফের পথে প্রতিবাদীরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ