মুর্শিদাবাদ, আশিস বাগচি: মুক্তির পর থেকেই গোটা দেশে আলোরন ফেলে দিয়েছে শাহরুখ খান (Sharukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত পাঠান ছবিটি। আট থেকে আশি প্রত্য়েকেই মুগ্ধ হল থেকে বেরিয়ে। কিন্তু প্রিয় ছবি দেখতে গিয়ে এভাবে যে বিপদের মুখে পড়তে হবে, তা কে জানত। মুর্শিদাবাদের কান্দিতে পাঠান ছবি দেখতে গিয়েছিলেন অগনিত সিনেমাপ্রেমীরা। ঠিক সেই মুহূর্তেই আচমকাই ভেঙে পড়ে সিনেমা হলের চাঙর। ঘটনায় আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।


উল্লেখ্য,


দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'পাঠান' (Pathaan)। 'জিরো' মুক্তির চার বছর পর পর্দায় ফিরেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। 'পাঠান' ছবিটিকে ঘিরে দর্শকেরা কতটা উত্তেজিত ছিলেন, তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল নেট দুনিয়ায়। আর এবার দর্শকদের উত্তেজনার প্রভাব পড়ল বক্স অফিস কালেকশনে। সঠিক বক্স অফিস কালেকশন এখনও জানা না গেলেও, ট্রেড অ্যানালিস্টদের ধারণা, প্রথমদিনই সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে 'পাঠান'।


'পাঠান'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন-


ইতিমধ্যেই বেশ কিছু বক্স অফিস কালেকশন সামনে এসেছে। যেখানে জানানো হয়েছে যে, সমস্ত বক্স অফিস কালেকশন ভেঙে ফেলেছে 'পাঠান'। শাহরুখ খানের ছবি ১১০ কোটি টাকা পেরিয়ে যেতে চলেছে। আর সেই কারণেই প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাদের শো বাড়াতে বাধ্য হয়েছে।


অন্য আর একটি মাধ্যমে দাবি করা হয়েছে যে, শুধু দেশেই নয়, বিশ্ব জুড়ে ব্যাপক মাত্রায় ব্যবসা করেছে 'পাঠান'। প্রথম দিন বিশ্ব জুড়ে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। বিশ্বজুড়ে দুদিনে এই ছবি ব্যবসা করতে চলেছে ১৭৫ কোটি টাকার মতো।



প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি সামনে এসেছে 'পাঠান' ছবিতে শাহরুখ খানের পারিশ্রমিকের অঙ্ক। যা জেনে চোখ কপালে উঠছে নেটিজেনদের। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিং খান। তাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন না আর কেউই। শাহরুখ ছাড়া পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিটি পরিচালনা করার জন্য তিনি ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। জন আব্রাহাম এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি টাকা। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি টাকা। তবে, এই ছবিতে সলমন খানকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও, তিনি কোনও টাকাই পারিশ্রমিক নেননি বলেই খবর সূত্রের।