মুর্শিদাবাদ: সামনেই পুরভোট। দিকে দিকে প্রচার। প্রতিটা দলই তাঁদের প্রার্থীর হয়ে প্রচার সারছে। আর এই প্রচারের আবহেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবিও উঠে আসছে। ঠিক যেমনটা হল বহরমপুরে। এখান পুরভোটের আগে অশান্তির আবহ। ২৭ নম্বর ওয়ার্ডে এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই এলাকায় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন সেই কংগ্রেস সমর্থক। কিন্তু সেখানেই তৃণমূলের সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান তিনি। এরপর অভিযোগ ওঠে যে সেই কংগ্রেস কর্মীকে না কি মারধর করা হয়েছিল।
খবর পেয়ে সেই ঘটনাস্থলে পৌঁছোন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। কিন্তু সেখানে বর্ষীয়ান কংগ্রেস নেতার সঙ্গেও সঙ্গে বচসা বাধে। বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরে বহরমপুর থানার পুলিশ এসে সেই পরিস্থিতি সামাল দেয়।
এদিকে, এই ঘটনায় ভােটের আগে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে শাসক-কংগ্রেস শিবির। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের লোকজন তাঁদের কর্মীকে মারধর করছে। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ যে বহরমপুরের সাংসদ তাঁদের কর্মীদের হুমকি দিচ্ছেন।
এদিকে, রাজ্যের অন্য প্রান্তে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর নির্বাচনী প্রতীক আপেল। প্রচারে বাড়ি বাড়ি যখন ঘুরছেন তখন সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন আপেল। জয়ের ব্যাপারে নির্দল প্রার্থী আশাবাদী হলেও গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। কটাক্ষ করেছে বিজেপি। অন্যদিকে কাঁথি পুরসভায় স্বামীর ভ্যানে চেপে প্রচার সারছেন স্ত্রী।
কোথাও স্বামীর ভ্যানে চেপে প্রচার সারছেন প্রার্থী। কোথাও আবার প্রার্থী নিজের নির্বাচনী প্রতীক আপেল বিলি করছেন বাড়ি বাড়ি। শেষবেলায় তুঙ্গে ১০৮ পুরসভার প্রচারপর্ব। মেলেনি তৃণমূলের হয়ে লড়ার টিকিট। তাই নির্দল হিসেবে ভোটের ময়দানে নেমেছেন তিনি। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে ভোটের ময়দানে নেমেছেন জাহানারা বিবি। তাঁর নির্বাচনী প্রতীক আপেল। আপেলের ঝুড়ি হাতেই রাস্তায় নেমেছেন প্রার্থী।