মুর্শিদাবাদ: আজ মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্য়াস। শিলান্য়াস করবেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ইতিমধ্যেই রেজিনগরের সভাস্থলে পৌঁছলেন হুমায়ুন কবীর। এদিন তিনি বলেন,' 'রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, পবিত্রতা নষ্ট হবে..।'
আরও পড়ুন, এখনও BLO-দের জন্য প্রাপ্য টাকা মেটায়নি রাজ্য সরকার, জানাল কমিশন
'রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, পবিত্রতা নষ্ট হবে..'
হুমায়ুন বলেন, শুধুমাত্র তিন কাঠা জায়গার উপরে, এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি প্রস্তর স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে, হাসপাতাল হবে, বিশ্ব বিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয়, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন।..রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না। তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনওমতেই গ্রহণ করব না।'
দেশজুড়ে এখন যখন ধর্ম ও রাজনীতি মিলেমিশে একাকার!
১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্য়ায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তারপর সরযু ও গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আজ ৩৩ বছর পর ভাগরথীর পাড়ে মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের শিলান্য়াসের ঘোষণা করে রাজ্য়জুড়ে আলোড়ন ফেলে দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর! দেশজুড়ে এখন যখন ধর্ম ও রাজনীতি মিলেমিশে একাকার! যখন ভোট এলেই মন্দির-মসজিদের কথা অহরহ শোনা যায় নেতা-নেত্রীদের মুখে...তখন শনিবারের বাবরি মসজিদের শিলান্য়াস অনুষ্ঠানও রাজনীতি ময়!
ব্যানারের নীচে আয়োজক হিসাবে রয়েছে হুমায়ুনের নাম
সাসপেন্ড হওয়ার পর আরও একরোখা, মুর্শিদাবাদের বুকে বাবরি-মসজিদের শিলান্য়াসে অনড় হুমায়ুন কবীর! আজ ৬ই ডিসেম্বর রেজিনগরে মরাদিঘীর মাঠে সভা করবেন তিনি। সেখান থেকেই শিলান্যাস করবেন 'বাবরি মসজিদে'র। যেখানে মসজিদ হওয়ার কথা বৃহস্পতিবার সেই ছেতিয়ানির মাঠ ঘুরে দেখেন হুমায়ুন! মসজিদের শিলান্যাসের ব্যানারও লাগাতে শুরু করেছেন হুমায়ুন কবীরের অনুগামীরা। ব্যানারের নীচে আয়োজক হিসাবে রয়েছে হুমায়ুনের নাম।
বেলডাঙা ১ নম্বর ব্লকের ছেতিয়ানিতে ২৫ বিঘে জমির ওপর তৈরি হওয়ার কথা বাবরি মসজিদের
বেলডাঙা ১ নম্বর ব্লকের ছেতিয়ানিতে ২৫ বিঘে জমির ওপর তৈরি হওয়ার কথা বাবরি মসজিদের। সঙ্গে থাকবে ইসলামিক হাসপাতাল, গেস্ট হাউস, ও হেলিপ্যাড। শিল্যান্যাসস্থলে এখন হুমায়ুন কবীরের অনুগামীদের জোড় তোড়জোড়! কিন্তু কংগ্রেস প্রশ্ন তুলছে আইনশৃঙ্খলা, গঙ্গা ভাঙনের মতো গুরুতর সমস্য়ার কথা তুলে ধরার পরিবর্তে কেন ধর্মকে ভোটের আগে খাড়া করা হচ্ছে?