বহরমপুর: টিকটিকিপাড়ায় বোমা বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে জখম তিন বালক। সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। কয়েকজন বালক মাঠে খেলা করছিল। বল ভেবে তুলে নেয় গোলাকার বস্তু। নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur News) ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) সংলগ্ন হেমতাবাদে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। গতকাল বিকেলে সেখানে ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর নামে দোকানে একটি পার্সেল রেখে যান এক টোটোচালক (Toto Driver)। পার্সেল নামিয়ে রেখে তৎক্ষণাৎ কার্যত উধাও হয়ে যান তিনি। সেই পার্সেলটি ঘুলতেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন বাবলু-সহ দোকানে উপস্থিত চার জন। এর মধ্যে তিন জনকে রায়গঞ্জ হাসপাতালে হাসপাতালে ভর্তি করেত হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়ে যান অন্য জন।
পার্সেল বিস্ফোরণ-কাণ্ডে পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই হেমতাবাদে (Hemtabad Parcel Blast)। বরং শনিবার এলাকায় বন্ধের ডাক দেয় হেমতাবাদ ব্যবসায়ী সমিতি। তার জেরে সেখানকার বাজার দোকান সব বন্ধ সকাল থেকে। অভিযুত্করা গ্রেফতার না হওয়া পর্যন্ত বন্ধ চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শান্তিপূর্ণ ভাবে বন্ধ চললেও, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বাহারাইল বাজার এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিস্ফোরণের পর ২৪ ঘণ্টা কাটতে চললেও, এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে যে টোটোয় চাপিয়ে পার্সেল আনা হয়েছিল, সেটিকে ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি যাতে তেতে না ওঠে, তার জন্য এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছে পুলিশের দলও। কিন্তু লোকালয়ের মধ্যে, দিনের বেলা এমন ভয়াবহ ঘটনার রেশ কাটছে না। পুলিশ-প্রশাসনের উপর যেমন ক্ষুব্ধ মানুষ, তেমনই অনলাইন মাধ্যমে কেনা পার্সেল নিতেও ভয় পাচ্ছেন এলাকাবাসী।