রাজীব চৌধুরী, বেলডাঙা: মাদকাসক্ত বাবার বিরুদ্ধে দুই সন্তানকে গলা টিপে খুনের (Murder) অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় (Beldanga)। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত খোদা বক্স নামে ওই ব্যক্তি। পারিবারিক বিবাদের জেরে বেশ কিছুদিন আগে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। সম্প্রতি ১২ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে খোদা বক্স। অভিযোগ, গতকাল শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে মারধরের চেষ্টা করে, হুমকি দিয়ে আসে সে। এর পর আজ সকালে খোদা বক্সের বাড়ি থেকে তার দুই সন্তানের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। 


গত ২৫ মে দক্ষিণ ২৪ পরগনায় মাতলার দুই পাড়ে জোড়া খুন । ক্যানিংয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে ৬৫ বছরের বৃদ্ধকে শাবলের বাড়িতে হত্যার অভিযোগ। বাসন্তীতে এক ব্যক্তিকে পিটিয়ে খুন, গ্রেফতার জামাই ।


আরও পড়ুন: Snake Bite: সাপে কাটা রোগীর চিকিত্‍সায় আশার আলো, ন্যাশনাল মেডিক্যালে ট্রায়ালে প্রথম প্রয়োগ সফল


পরিবারিক বিবাদ থেকে শুরু করে চুরির অভিযোগ। কয়েক ঘণ্টার ব্যবধানে মাতলার দুই পাড়ে ঘটল জোড়া খুনের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ শাবলের আঘাতে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃতের নাম মুসা আলি লস্কর। নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে তাঁদের গাছ থেকে পেঁপে চুরি যায়। বুধবার এই নিয়ে প্রতিবেশীদের সঙ্গে মুসার বচসা বাধে। 


বচসার মধ্যে প্রতিবেশীরা তাঁর মাথায় শাবলের বাড়ি মেরে খুন করে বলে অভিযোগ।  অন্যদিকে, মাতলার অপর পাড়ে বাসন্তীতে কাকা শ্বশুরকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে জামাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম সমীর সরদার। মৃতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অভিযুক্তের অশান্তি চলছিল। কাকা শ্বশুর সমীর সমস্যা মেটাতে উদ্যোগী হওয়ায় খুন বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 
অন্যদিকে ক্যানিংয়ের ঘটনায় অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।