রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ছুটির দিন মোটর বাইক নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে (Road Accident)। আর ফেরা হল না দুই কিশোরের (Teen Boys)। পথ দুর্ঘটনায় বেঘোরে মৃত্যু দু'জনেরই (Death in Accident)। কৈশোর না পেরনো এই দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। একই সঙ্গে রাস্তায় বেপরোয়া গতির দৌরাত্ম্য় নিয়েও উঠছে প্রশ্ন। 


ছুটির সকালে গতির বলি দুই কিশোর, বেঘোরে মৃত্যু দুর্ঘটনায়


মুর্শিদাবাদ (Murshidabad News) জেলার বহরমপুরের (Berhampore News) কলাবাগান এলাকার ঘটনা। রবিবার সকালে বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বেরিয়েছিল দুই কিশোর। কিছু দূর গিয়ে কলাবাগান এলাকায় এক পথচারীকে প্রথমে ধাক্কা মারে মোটর বাইকটি। এর পর বাইক সমেত পড়ে যায় দুই কিশোর। দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই দুই কিশোর। 


আরও পড়ুন: Kunal Ghosh: মমতার দয়াতেই পসার অধিকারীদের, জোড়াফুল প্রতীক ছাড়তে পারছেন না আজও, শুভেন্দুকে জবাবি আক্রমণ কুণালের


এর পর স্থানীয়রা মিলেই দুই কিশোরকে উদ্ধার করে। তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাদের। কিন্তু সেখানে দুই কিশোরকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।  দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছোটেন ওই দুই কিশোরের পরিবারের লোকজনও। তরতাজা দু'টি প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। 


দুই কিশোর একই পরিবারের সদস্য, একসঙ্গে বেরিয়েছিল


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোর একই পরিবারের সদস্য। একজনের নাম রহিত শেখ। মাত্র ১৬ বছর বয়স ছিল তার। আর একজনের নাম রামিজ শেখ। তার বয়স হয়েছিল মাত্র ১৭ বছর। সকালে একসঙ্গেই মোটর বাইকে চেপে বাড়ি থেকে বেরোয় তারা। কিছু দূর গিয়েই তার পর এই দুর্ঘটনা। তাতে গোটা এলাকায় শোকের চায়া নেমে এসেছে। 


এ দিকে, পিংলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল তরুণীকে। দশমীর দিন পাকা দেখা হয়েছিল তাঁর। কালীপুজোর পর বিয়ে হবে বলে ঠিক হয়েছিল। তার আগেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল। টিউশন ফি জমা দিতে বেরিয়েছিলেন ওই তরুণী। পরে পিংলার মুণ্ডুমারী অঞ্চল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। মাথায় আঘাত পেয়েছেন তিনি। পিংলা, মেদিনীপুর, এসএসকেএম-এর পর এনআরএস-এ ভর্তি করা হয়েছে ওই তরুণীকে।