রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বুকে আটকানো স্ত্রীর দুই প্রেমিকের ছবি। গাছে ঝুলে রয়েছে স্বামীর নিথর দেহ। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদে (Murshidabad News)। ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। যদিও তাঁকে মেরে ফেলা হয়েছে বলে দাবি পরিবারের। স্ত্রীর একের পর এক সম্পর্ক মেনে নিতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। তার জেরে গোটা গ্রাম মিলে মৃতের স্ত্রীর উপর চড়াও হয়। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে (Extra Marital Affair)।
মুর্শিদাবাদে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
মুর্শিদাবাদের ভগবানগোলার (Bhagawangola) ঘটনা। ভগবানগোলা ছানার অন্তর্গত হাবাসপুর খাস মহল এলাকার বাসিন্দা ওই যুবকের নাম সেলিম শেখ। বয়স আনুমানিক ৩০ বছর। এলাকার একটি আমবাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। স্ত্রীর দিলরুবা খাতুনের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার সঙ্গে তাঁর মৃত্যুর যোগ রয়েছে বলে দাবি পরিবার এবং স্থানীয়দের (Man Commits Suicide)।
মৃতের পরিবার জানিয়েছে, বিয়ের পরেও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল দিলরুবার। অতি সম্প্রতি রাজেশ শেখ এবং জাকির শেখ নামে দু'জনের সম্পর্ক তৈরি হয় তাঁর। সেই রাজেশ এবং জাকিরের ছবিই বুক পকেটে পিন দিয়ে আটকানো ছিল সেলিমের। ঝুলন্ত দেহ গাছ থেকে নামালে, তা চোখে পড়ে।
আরও পড়ুন: Coal Scam In Bengal: আর্থিক অপরাধীর তালিকায় বিজয়-নীরবদের সঙ্গে এবার বিনয় মিশ্রও, তোড়জোড় ইডি-র
সেলিমের দেহ উদ্ধারের পর দিলরুবার উপর রাগ গিয়ে পড়ে গ্রামবাসীদের। সকলে মিলে তাঁর উপর চড়াও হন। তাতে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ভিড়ের হাত থেকে দিলরুবাকে উদ্ধার করে তারা। তাঁকে থানায় পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেলিমের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
সেলিমের দাদা বাচ্চু শেখ জানিয়েছেন, ১০ বছরের দাম্পত্য সেলিম এবং দিলরুবার। আশরাফুল শেখ নামের ন'বছরের তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। তাঁর কথায়, "গত পাঁচ বছর ধরে দেখছি, একের পর এক পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেই গিয়েছে দিলরুবা। তার জেরে সংসারে অশান্তি লেগেই থাকত। একাধিক বার বারণ করা হয়েছে, কিন্তু শুনত না। তারই ফলশ্রুতি আজকের ঘটনা।"
স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী যুবক!
সেলিম আত্মহত্যা করতে পারেন, তা-ও মানতে চাইছে না পরিবার। পরিকল্পিত ভাবে তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। গ্রামের বাসিন্দা পিয়ারুল শেখ বলেন, "একাধিক বার বাড়ি ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছেন দিলরুবা। বার বার তা নিয়ে সালিশি বিচার হয়েছে। সন্তান রয়েছে বলে সংসার ভেঙে যাক, চাইনি আমরা। তবে এ ভাবে ছেলেটা পৃথিবী থেকে চলে যাবে ভাবিনি।" ময়নাতদন্তের রিপোর্টে সত্যাসত্য উঠে আসবে বলে আশাবাদী তিনি।