রাজীব চৌধুরী, বহরমপুর: উত্তরপ্রদেশ-সহ (Uttar Pradesh) চার রাজ্যে বিধানসভা ভোটে (Assembly Elections 2022) বিরাট জয় পেয়েছে বিজেপি (BJP)। আর সেই জয়কে সম্বল করেই, বাংলায় ঘুরে দাঁড়াতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, সংগঠন গোছানোর ক্ষেত্রে মুর্শিদাবাদকে (Murshidabad) পাখির চোখ করা হচ্ছে। লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে বহরমপুরে (Berhampore) বিশেষ দলীয় বাহিনী তৈরি করতে চলেছে গেরুয়া শিবির। 


কিন্তু কেন বহরমপুরে এরকম বাহিনী তৈরি করছে বিজেপি? বিধানসভা ভোটের নিরিখে বহরমপুরের ২৮টির মধ্যে ২৭টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। কিন্তু পুরভোটের (Municipal Election) ফল ঘোষণার পর দেখা যায় ২২টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। কংগ্রেস দখল করেছে ৬টি ওয়ার্ড। বিজেপি শূন্য হয়ে গেছে। ২১টি ওয়ার্ডে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। 


আরও পড়ুন বাড়ির কাছেই ধারাল অস্ত্রের কোপ, খুনে অভিযুক্ত পড়শি


মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেছেন, ‘পুরভোটের ফল নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এখানে তো ভোট হয়নি। ব্রিটিশকে তাড়িয়েছিল আজাদ হিন্দ বাহিনী। আমরাও বাহিনী তৈরি করে তৃণমূলের সন্ত্রাস মোকাবিলা করব। পুলিশের উপর ভরসা নেই। তাই নিজেদেরই বাহিনী তৈরি করছি আমরা।’


এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ও তৃণমূল। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের কটাক্ষ, ‘বিজেপির তো বাহিনী আছেই। আরএসএস আছে, বজরং দল আছে। তৃণমূল-বিজেপি আসলে একে অপরের পরিপূরক।’


বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শাওনি সিংহ রায় বলেছেন, ‘বিজেপি বুঝতে পারছে, বাংলার মানুষের মন তারা জয় করতে পারেনি। আগামী ২৪-এর ভোট তাদের কাছে একটা বিভীষিকা। তাই তারা এমন একটা  বাহিনী তৈরি করছে যে বাহিনী গণতন্ত্রকে হত্যা করে কারচুপি করে আগামী  দিনের ভোট করবে।’


রাজ্যে ইতিমধ্যেই জয় হিন্দ বাহিনী রয়েছে তৃণমূলের। এবার দলীয় সাংগঠনিক বাহিনী তৈরির রাস্তায় হাঁটল বিজেপিও।