রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে।সাগরপাড়ার ঘটনায় বোমা মেরে খুনের অভিযোগই তুলেছে নিহতদের পরিবার। বোমা বাঁধতে গিয়েই মৃত্যু নাকি নিহতের পরিবারের দাবিই ঠিক ? সাগরপাড়ার বিস্ফোরণস্থলে এদিন এল ফরেন্সিক টিম।
বুধবার সকাল ১১ টা নাগাদ খয়ের তলায় মামুন মোল্লার বিস্ফোরণে ভেঙে পড়া বাড়ির সামনে আসেন ৪ সদস্যের একটি টিম। তারা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করছেন এবং ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা রাজ্য জুড়েই সক্রিয় অভিযান চালাচ্ছে পুলিশ।বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণের খবরের সঙ্গে বারবার নাম জড়িয়েছে মুর্শিদাবাদের। ভোটের আগে হোক, কিংবা এমনি সময়েই বারবার মায়েদের কোল ফাঁকা হয়েছে এই জেলায়। আবারও ফিরল সেই ছায়া মুর্শিদাবাদে।
যদিও সাগরপাড়ার ঘটনায় বোমা মেরে খুনের অভিযোগই তুলেছে নিহতদের পরিবার। স্থানীয়দের দাবি, রাত ১০টা নাগাদ সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর, বিস্ফোরণে জখম বাকি ২ জনেরও মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বোমা বাঁধার সময়েই এই ঘটনা ঘটেছিল। নিহতদের পরিবার দাবি, এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয় ৩ জনকে।
এর আগে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনারই টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া স্কুলের ছাদে স্কুল চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। শাসনে তেঘরিয়া প্রাইমারি স্কুলের কাছে উদ্ধার হয় বোমা ভর্তি ব্য়াগ। শুধু উত্তর ২৪ পরগনা নয়য় শিক্ষাঙ্গনে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে অন্যান্য জেলাতেও।গত বছর বীরভূমের মাড়গ্রামে স্কুলের পাশেই উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা!মুর্শিদাবাদে হাসানপুরে স্কুল থেকে উদ্ধার হয় দু-দুটি সকেট বোমা। একটি বোমা মেলে স্কুলের বাগানে। আরেকটি বোমা উদ্ধার হয় স্কুলের ছাদে থেকে। মালদার চাঁচলে বোমা উদ্ধার হয় স্কুলের মধ্য়ে থেকে!
গত মাসেই সামনে এসেছিল একটা ভয়াবহ ঘটনা। উত্তর ২৪ পরগনার বনগাঁয় স্কুলের সামনেই হয়েছিল বিস্ফোরণ। রক্তাক্ত হয়েছিল ক্লাস ফাইভের ২ ছাত্র। স্কুুলের সামনে পড়ে থাকা স্টোন চটিপসের স্তূপে থাকা তারে হাত দিতেই বিস্ফোরণ হয়েছিল বলে দাবি। বলে জানিয়েছিল পুলিশ। ঘটনাটি ঘটেছিল, বনগাঁর খরুয়া রাজাপুর হাইকুলে। স্কুল সূত্রে খবর, পঞ্চম শ্রেণির দুই পড়ুয়া টিফিনের সময় রাস্তায় বের হয়েছিল। স্কুলের পাশের রাস্তায় কাজের জন্য সকালেই পাথর ফেলা হয়েছিল। পড়ুয়াদের দাবি, এই পাথরের মধ্যে দুটি তার দেখে হাতে তুলেছিল। হাত থেকে রাখার পর তীব্র শব্দে সেটি ফেটে গিয়েছিল। বিস্ফোরণের ফলে পাথর এবং ধাতব বস্তুর আঘাতে আহত হয়েছিল দুই পড়ুয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।