রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের বোমাবিদ্ধ শৈশব, এবার মুর্শিদাবাদের লালগোলায়। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম ২ স্কুলপড়ুয়া। গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্রী ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। পরিত্যক্ত বাড়িতে কীভাবে এল বোমা? তদন্তে পুলিশ। 


বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, কী কারণে রাখা ছিল বোমা ?


 লালগোলা থানার নসীপুর দিয়ার এলাকায়  পরিতক্ত বাড়িতে রাখা ছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই দুই ছাত্র- ছাত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লালগোলা থানার পুলিশকে। পুলিশ ওই ছাত্রছাত্রীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়  জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। যদিও জরুরী বিভাগের কর্তব্যরত  চিকিৎসক  মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। ওই স্থানে কী কারণে রাখা ছিল বোমা ? তদন্ত শুরু করেছে লালগোলা থানা পুলিশ।


গত বছর পূর্ব মেদিনীপুরে বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ


গত বছর পূর্ব মেদিনীপুরে   খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী।  প্রতিবারের মতো সেবারও প্রশাসনের তরফে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল কোলাঘাটের বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ফিরল এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে ঝলসে ১১ জনের মৃত্য়ুর ভয়াবহ স্মৃতি।


আরও পড়ুন, দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের পূর্বাভাস, আপনার জেলায় কতটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা ?


ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা


গত বছরের ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল ১১টি প্রাণ। সেই বিস্ফোরের তীব্রতা এতটাই ছিল যে ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদেহগুলো। বিস্ফোরণের তীব্রতায় পুকুরে গিয়ে পড়ে মৃতদেহ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা। এক বছর পর পূর্ব মেদিনীপুরেরই কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনিবাবে মজুত বাজিতে বিস্ফোরণের তীব্রতা মনে করাল এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের সেই ছবি। এগরায় বিস্ফোরণের পর বিতর্কের মুখে তৎপর হয় প্রশাসন। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।