মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার। এবার কান্দির যশোহরি গ্রামে উদ্ধার হল ১৫-২০টি তাজা বোমা। গতকাল রাতে গ্রামবাসীদের নজরে আসে, ব্যাগে ও বস্তায় ভরে, কালভার্টের নীচে বোমা লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে কান্দি থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা কালভার্টের নীচে বোমা মজুত করেছিল, তার খোঁজ চলছে। 


গতকাল ফের বোমা উদ্ধার হয় জেলা সদর সিউড়িতে এবং আবার সেই বাঁশঝোরে! গতকাল রাতে বাঁশঝোর গ্রামে হানা দিয়ে ১৪টি বোমা উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঝোপের আ়ড়ালে লুকনো ছিল বোমা। গত ১৩ মে এই বাঁশঝোর গ্রামেই ক্যানালের পাড় থেকে ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ। সিউড়ি, নানুর, সাঁইথিয়া, রামপুরহাট, মল্লারপুর। গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে বীরভূমে। শুধু সাতদিনেই প্রায় পাঁচশো বোমা উদ্ধার হয়েছে লালমাটির জেলায়। পঞ্চায়েত ভোটের আগে বাউলের জেলায় বারুদের দাপট চলছেই। 


বীরভূমজুড়ে যেন বোমার পাহাড়! ফের বোমা উদ্ধার জেলা সদর সিউড়িতে এবং আবার সেই বাঁশঝোরে! গতকাল রাতে বাঁশঝোর গ্রামে হানা দিয়ে ১৪টি বোমা উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঝোপের আ়ড়ালে লুকনো ছিল বোমা। গত ১৩ মে এই বাঁশঝোর গ্রামেই ক্যানালের পাড় থেকে ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ। সিউড়ি, নানুর, সাঁইথিয়া, রামপুরহাট, মল্লারপুর। গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে বীরভূমে। শুধু সাতদিনেই প্রায় পাঁচশো বোমা উদ্ধার হয়েছে লালমাটির জেলায়। পঞ্চায়েত ভোটের আগে বাউলের জেলায় বারুদের দাপট চলছেই। 


গত ২৮ মে তে বীরভূমের চার জায়গা থেকে উদ্ধার প্রায় আড়াইশো বোমা! এক সপ্তাহে উদ্ধার প্রায় শ-পাঁচের বোমা বা তারও বেশি! বীরভূম জুড়ে যেন বোমার পাহাড়! বীরভূমের বিজ্ঞানী এখন তিহাড়ে। তাই ল্য়াবরেটরি থেকে সব বোমা বেরিয়ে যাচ্ছে। কটাক্ষ সুকান্ত মজুমদারের। গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরি থেকে বোমা তৈরির মশলা ও কার্তুজ বেরচ্ছে, পুরোটাই করাচ্ছে বিজেপি, পাল্টা দাবি ফিরহাদ হাকিমের।  


পঞ্চায়েত ভোটের আগে কার্যত বোমার স্তূপে বীরভূম! লালমাটির জেলায় ফের বারুদের আস্ফালন! রবিবার একদিনেই বীরভূমের চার জায়গা থেকে উদ্ধার হল প্রায় আড়াইশো বোমা! এ নিয়ে গত এক সপ্তাহে উদ্ধার প্রায় শ পাঁচেক বোমা! রবিবার, মাড়গ্রামের লতিপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় একশোটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ৪টি প্লাস্টিকের ড্রাম ও ৩টি ব্যাগে রাখা ছিল বোমাগুলো।